বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:১১ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

সুইডেনের ন্যাটোতে যোগদানের অনুমোদন তুরস্কের

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে হাত মেলাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে হাত মেলাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

রাশিয়ার আগ্রাসনের ভয়ে ২০২২ সালে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিক আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। গত এপ্রিলে ফিনল্যান্ড সবুজ সংকেত পেলেও তুরস্ক ও হাঙ্গেরির বাধায় সুইডেনের বিষয়টি ঝুলে ছিল। তবে ২০ মাস ঝুলিয়ে রাখার পর এবার সুইডেনের ন্যাটোতে যোগদানের অনুমোদন দিয়েছে তুরস্ক। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) তুর্কি সংসদে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে একটি বিল উত্থাপন করা হয়। এরপর এর ওপর ভোটাভুটি হলে ২৮৭-৫৫ ভোটে বিলটি পাস হয়। তুর্কি সংসদে প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ানের ক্ষমতাসীন জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পাস হওয়া এই বিলে স্বাক্ষর করতে পারেন এরদোয়ান।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে নতুন সদস্য যুক্ত করতে হলে আগের সব সদস্য দেশের অনুমোদনের প্রয়োজন হয়। ফলে সদস্য দেশ হিসেবে তুরস্কের অনুমোদন ছাড়া ন্যাটোতে যোগ দিতে পারছিল না সুইডেন। মূলত সুইডেন সন্ত্রাসবাদীদের মদদ দেয়, এমন অভিযোগ তুলে ২০ মাস ধরে দেশটির সদস্যপদ আটকে রেখেছিল আঙ্কারা।

ন্যাটোতে যোগদানের বিষয়ে কয়েক দশক ধরে নিরপেক্ষতার নীতি অবলম্বন করে আসছিল সুইডেন ও ফিনল্যান্ড। তবে ইউক্রেন যুদ্ধের পর পরিস্থিতি বদলে যায়। রাশিয়ার আগ্রাসনের ভয়ে ন্যাটো জোটের সদস্য হতে আনুষ্ঠানিক আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। গত এপ্রিলে ফিনল্যান্ড এ জোটের সদস্যপদ পেলেও নানা কারণ দেখিয়ে সুইডেনের সদস্যপদ আটকে রাখে তুরস্ক ও হাঙ্গেরি। এখন তুরস্ক আপত্তি তুলে নেওয়ায় সুইডেনের যোগদানের বিষয়টি হাঙ্গেরির ওপর নির্ভর করছে।

মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেক এক লিখিত বিবৃতিতে বলেছেন, আজ (গতকাল) ন্যাটোতে সুইডেনের যোগদানের অনুমোদন দেওয়ার জন্য তুর্কি সংসদের সিদ্ধান্তকে আমি অত্যন্ত প্রশংসা করি। ন্যাটো জোটের প্রতি তুরস্কের প্রতিশ্রুতি স্পষ্টভাবে আমাদের স্থায়ী অংশীদারিত্বের প্রমাণ দেয়।

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রমও তুরস্কের সংসদের অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, আমরা পাস হওয়া বিলে প্রেসিডেন্ট এরদোয়ানের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছি।

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ তুরস্কের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, আমি হাঙ্গেরির ওপর ভরসা করছি। তারা যত তাড়াতাড়ি সম্ভব তাদের জাতীয় অনুমোদন সম্পন্ন করবে।

তবে হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত। হাঙ্গেরির অভিযোগ, সুইডেন তাদের দেশের বিরুদ্ধে বৈরী মনোভাব পোষণ করে। তবে সম্প্রতি দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতির লক্ষণ দেখা গেছে। মঙ্গলবার ভিক্টর অরবান সুইডেনের প্রধানমন্ত্রীকে আলোচনার জন্য বুদাপেস্টে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন।

তবে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেছেন, এই মুহুর্তে হাঙ্গেরির সঙ্গে সমঝোতার কোনো কারণ নেই। তবে দুই দেশের মধ্যে সংলাপ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

১০

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

১১

চুল পড়া রোধ করবে যে জিনিস

১২

ডাকসু নির্বাচনে সাত সদস্যের টাস্কফোর্স গঠন

১৩

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

১৪

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

১৫

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

১৬

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

১৭

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

১৮

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

১৯

বুয়েটের শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

২০
X