কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০২:২৬ এএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক আশ্রয়ের জন্য বন্ধ হচ্ছে ইউরোপের দরজা

অভিবাসনপ্রত্যাশীদের প্রতীকী ছবি : সংগৃহীত
অভিবাসনপ্রত্যাশীদের প্রতীকী ছবি : সংগৃহীত

রাজনৈতিক আশ্রয় চাওয়া ব্যক্তিদের জন্য ইউরোপের দরজা বন্ধ হতে চলেছে। আগের মতো আবেদন করলেই তাকে আর আশ্রয় দেওয়া হবে না।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এ নিয়ে একটি নীতিমালা তৈরি করতে যাচ্ছে। আগামী ১২ সপ্তাহের মধ্যেই নীতিমালাটি চূড়ান্ত হবে। তখন সিদ্ধান্ত হবে কে থাকবে আর কে নিজ দেশে ফেরত যাবে।

২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন চার বছরের বিতর্ক আর আলোচনা শেষে নতুন অভিবাসন আইন নিয়ে একমত হয়েছে। মূলত অবৈধ অভিবাসন ঠেকানো এবং মানবপাচার রোধে এমন সিদ্ধান্তের দিকে ঝুঁকলো দেশগুলো।

রাজনৈতিক আশ্রয় ও প্রয়োজনীয় অভিবাসন নীতির সংস্কার করা হয়েছে নতুন আইনে। যেখানে আছে দশটি ধারা। প্রতিটি দেশের সীমান্তে বসছে কড়া নিরাপত্তা। দায়িত্ব ভাগ করে নেবে সদস্য দেশগুলো। এ ছাড়া রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ সীমান্তের বাইরেই যাচাই করা হবে। তা গ্রহণ না হলে ফিরতে হবে নিজ দেশে। প্রতিটি দেশের সীমান্তে থাকছে আশ্রয় কেন্দ্রও।

ঢাকার ইইউ প্রধান চার্লস হোয়াইটলি জানান, প্রতিটি রাজনৈতিক আশ্রয়কারীকেই দেওয়া হবে আইনজীবী। প্রতারণা করে আশ্রয় নেয়ার সুযোগ আর থাকছে না। তবে যে ব্যক্তি দেশে ফিরলে জীবনের হুমকি আছে তার জন্য বিশেষ বিবেচনা করা হবে। তার মতে, নতুন নিয়মে অবৈধ অভিবাসন কমবে, সুগম হবে দক্ষ শ্রমিকের পথ।

চার্লস হোয়াইটলির মতে, এই নীতি বাস্তবায়ন হলে উপকৃত হবে বাংলাদেশ। বাংলাদেশিদের মধ্যে দক্ষ এবং মেধাবীরা দারুণ সুযোগ পাবে। অভিবাসনের জন্য তারা বৈধ উপায়ে আবেদন করতে পারবেন। পাশাপাশি ভালো পেশা, উন্নত জীবনমানও নিশ্চিত হবে। একইসঙ্গে সরকারের মানব পাচার রোধও ফলপ্রসূ হবে।

নতুন আইনের কড়া সমালোচনা করেছে ইউরোপের কট্টর দক্ষিণ ও বামপন্থিরা। সেই তালিকায় আছে হাঙ্গেরি সরকারও। এর বিপরীতে নীতি নির্ধারকরা যুক্তি দিয়েছেন, ২০২৩ সালের শুধু ইউক্রেন থেকেই পালিয়ে ইউরোপে ঢুকেছে প্রায় ১১ লাখ আশ্রয়প্রার্থী। বছরের গড় হিসেবে যা ২০২২ সালের তুলনায় ৭৭ শতাংশ বেশি।

ইউরোপীয় ইউনিয়নের বাৎসরিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিরুদ্ধে নালিশ জানিয়ে ২০২৩ সালে ইউরোপের দেশগুলোতে আবেদন করেছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি। ২০১৫ সালের তুলনায় যা দ্বিগুণেরও বেশি। অর্থাৎ প্রতিদিন গড়ে ১১১ জন বাংলাদেশি এই আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইতালি আর ফ্রান্সে। আগ্রহের শীর্ষে রয়েছে রোমানিয়াও।

ইউরোপের রাজনৈতিক আশ্রয় বিষয়ক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম বলছে, তালিকার শুরুতেই রয়েছে সিরিয়া। বাংলাদেশের অবস্থান সেখানে ষষ্ঠ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষের ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া সুস্থ হবেন, প্রত্যাশা ফারুকের

অর্থনীতি নিয়ে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে : প্রেস সচিব

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দুই রাজ্য 

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

বাংলাদেশে দলে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে

রোমানিয়ার ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

হঠাৎ রেলক্রসিংয়ে ব্যারিকেড, দ্রুত সমাধান চান স্থানীয়রা

মধ্যযুগীয় কায়দায় যুবককে হত্যা

শুরু হচ্ছে ‘MyNumberMyStory’ ক্যাম্পেইন

রাজনৈতিক মিম-সংস্কৃতি, জনমতের যুদ্ধক্ষেত্র 

১০

নির্বাচনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান ঢাকা ডিসির

১১

গুগল ক্রোমে অটোফিল এখন আরও সহজ

১২

ভিড়ের মাঝেও আলাদা ‘স্পর্শিয়া’

১৩

যুদ্ধবিমানে রাডার লক, চীনের রাষ্ট্রদূতকে তলব করল জাপান

১৪

জামায়াত আমির / নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসা করে

১৫

রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, সন্দেহ গৃহকর্মীকে

১৬

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

১৭

পথেই থেমে গেল নৌবাহিনী সদস্যের জীবন

১৮

দাফনের ২ মাস পর কবর থেকে প্রবাসীর লাশ উত্তোলন

১৯

একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে : সালাউদ্দিন

২০
X