ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে দিল্লির তুঘলক লেনের সরকারি বাংলো পুনরায় বরাদ্দ দেওয়া হয়েছে। লোকসভার সদস্যপদ ফিরে পাওয়ার এক দিনের মাথায় আজ মঙ্গলবার (৮ আগস্ট) তাকে বাংলো ফিরিয়ে দেওয়া হলো। খবর হিন্দুস্তান টাইমস।
মোদি পদবি অবমাননার মামলায় চলতি বছরের মার্চে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেন গুজরাটের সুরাটের একটি আদালত। আদালতের এই রায়ের পর তাকে লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়। এরপর এপ্রিলে তাকে দিল্লির তুঘলক লেনের বাংলো ছেড়ে দিতে বলা হয়।
তবে গত শুক্রবার (৪ আগস্ট) এই মানহানির মামলায় রাহুল গান্ধীর সাজার ওপর স্থগিতাদেশ দেন ভারতীয় সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের সদস্য পদ ফিরিয়ে দেওয়ার কথা জানায় ভারতের লোকসভা সচিবালয়।
আরও পড়ুন : লোকসভার সদস্যপদ ফিরে পেলেন রাহুল গান্ধী
২০১৯ সালে কর্নাটকে এক নির্বাচনী প্রচারে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘‘সব চোরেদের পদবি ‘মোদি’ হয় কেন?” এ মন্তব্যের পর রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে গুজরাটের সুরাটের ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেন বিজেপি নেতা পূর্ণেশ মোদি।
এরপর এ মামলায় গত ২৩ মার্চ গুজরাটের সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন। তবে এ সময় রাহুলের জামিন আবেদন মঞ্জুর করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের জন্য ৩০ দিন সময় দিয়েছিলেন বিচারক।
এ রায়ের ভিত্তিতে ২৪ মার্চ রাহুলের সংসদ সদস্যের পদ খারিজ করে দেন ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লা। এমনকি তাকে সরকারি বাসভবনও ছেড়ে দিতে হয়।
পরে গত ৩ এপ্রিল ম্যাজিস্ট্রেট আদালতের এই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুরাটেরই দায়রা জজ আদালতে আবেদন করেন রাহুল। কিন্তু ২০ এপ্রিল অতিরিক্ত দায়রা জজ বিচারক আরপি মোগেরা সেই আবেদন খারিজ করে সাজা কার্যকরের রায় বহাল রাখেন। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। হাইকোর্টও সাজার ওপর স্থগিতাদেশ না দেওয়ায় রাহুলকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়।
মন্তব্য করুন