কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন আদালতে অভিযুক্ত আদানি, পরোয়ানা জারি

মার্কিন আদালতে অভিযুক্ত আদানি, পরোয়ানা জারি

মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছেন ভারতের শীর্ষ ব্যবসায়ী ও ধনকুবের গৌতম আদানি। তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তা গোপন করেছেন। মূলত ঘুষের মাধ্যমে নিজের দেশে বিশাল এক সৌরশক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে আদানি প্রতারণা করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আদানিসহ সাতজন অভিযুক্ত ব্যক্তি এ প্রকল্পের জন্য ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিতে রাজি হয়েছিলেন। অভিযুক্তদের মধ্যে তার ভাতিজা সাগর আদানিও রয়েছেন। প্রকল্পটি থেকে তাদের ২০ বছরে ২০০ কোটি ডলার লাভের কথা ছিল। এর মাধ্যমে তারা ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চলেছিলেন।

আদালতের নথির বরাতে রয়টার্স জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে গৌতম আদানি ও তার ভাতিজার বিরুদ্ধে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বিচারকরা এ পরোয়ানা বিদেশি আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তরের পরিকল্পনা করছেন।

প্রকিউটররা জানিয়েছেন, আদানি ও আদানি গ্রিন এনার্জির আরেক নির্বাহী ও সাবেক সিইও ভিনিত জৈন দুর্নীতির বিষয়টি গোপন করেছেন। এরপর তারা ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০০ কোটি ডলারের বেশি ঋণ ও বন্ড সংগ্রহ করেন।

অভিযোগে বলা হয়েছে, আদানিকে তারা ‘নুমেরো উনো’ এবং ‘দ্য বিগ ম্যান’ বলে সাংকেতিন নামে ডাকতেন। আর ভাতিজা সাগর আদানি মোবাইলে ঘুষের তথ্যগুলো ট্রাক করতেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন আদালতে অভিযুক্ত ও পরোয়ানা জারির বিষয়ে আদানি গ্রুপ কোনো মন্তব্য করেনি।

সংবাদমাধ্যম জানিয়েছে, ৬২ বছর বয়সী গৌতম আদানির বিরুদ্ধে নিরাপত্তা সংক্রান্ত জালিয়াতি এবং নিরাপত্তা ও ওয়াইয়ার জালিয়াতির বিষয়ে ষড়যন্ত্র করার অভিযোগ তোলা হয়েছে। বুধবার তার এসব তথ্য প্রকাশ করা হয়।

অভিযোগে বলা হয়, তিনি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছেন। সৌরশক্তি সরবরাহের লাভজনক প্রকল্প পেতে তার ২৫ কোটি ডলারের বেশি ঘুষ দেওয়ার তথ্য জানাননি। যার মাধ্যমে তিনি এ প্রকল্প পেয়েছেন। আদানির ব্যবসা ও প্রকল্পের সঙ্গে জড়িত আরও বহু লোকের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

উপসহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, আদানি মার্কিন বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে বিশাল এ প্রকল্প গ্রহণ ও অর্থায়ন করতে চেয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল টেকনাফ

কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কৃষকের ছদ্মবেশে দুই ডাকাতকে ধরল পুলিশ

সিএলএম বিভাগে চাকরি দিচ্ছে বিকাশ

ঢাকায় তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮০৭

আজ থেকে লাগাতার কর্মবিরতিতে প্রাথমিকের সাড়ে ৩ লাখ শিক্ষক

সিনিয়র মেডিকেল অফিসার পদে নিয়োগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন

প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়, অতঃপর...

১০

আরএফএলে বড় নিয়োগ, দ্রুত আবেদন করুন

১১

দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয় : খায়রুল কবির খোকন

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

২৭ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৫

সড়কের ‘জানাজা’ পড়লেন স্থানীয়রা

১৬

হংকংয়ে আবাসিক ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪

১৭

হোয়াইট হাউসের কাছে ২ জনকে গুলি

১৮

শেখ হাসিনা-জয়-পুতুলের দুর্নীতি মামলার রায় আজ

১৯

বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন এনামুল

২০
X