কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হাজারো অবৈধ ভারতীয়কে বের করে দিল যুক্তরাষ্ট্র

অবৈধ ভারতীয় নাগরিকদের ভারতে ফেরত পাঠানোর মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে। ছবি : সংগৃহীত
অবৈধ ভারতীয় নাগরিকদের ভারতে ফেরত পাঠানোর মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলতি বছর ব্যাপক সংখ্যক অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অন্তত ১,০৮০ ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এদের বেশিরভাগই ছিলেন অবৈধভাবে অবস্থানকারী।

শুক্রবার (৩০ মে) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে প্রায় ৬২ শতাংশই দেশে ফিরেছেন বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে। বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেন।

জয়সওয়াল বলেন, অবৈধভাবে যাওয়া বা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করা ভারতীয়দের ফেরত আনার ক্ষেত্রে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। যেসব ভারতীয়কে ফেরত পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়, তাদের আমরা ফিরিয়ে নিচ্ছি।

তিনি আরও জানান, মার্কিন প্রশাসনের সঙ্গে ভারত নিয়মিত যোগাযোগ রেখে চলেছে এবং এই প্রক্রিয়াটি ‘দ্বিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে’ পরিচালিত হচ্ছে।

এদিকে একই সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান টানাপোড়েন নিয়েও কথা বলেন। ট্রাম্প প্রশাসনের অধীনে নতুন ভিসা নীতির প্রেক্ষাপটে ভারতীয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সম্প্রতি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোকে নতুন শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিসার ইন্টারভিউ আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছেন। এতে বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলসহ অতিরিক্ত তথ্য যাচাইয়ের ওপর জোর দেওয়া হবে এবং নতুন ইন্টারভিউ গ্রহণ আপাতত বন্ধ থাকবে।

রণধীর জয়সওয়াল বলেন, বিদেশে অবস্থানকারী ভারতীয় শিক্ষার্থীদের কল্যাণের বিষয়টি সর্বদা আমাদের অগ্রাধিকারে থাকবে। আমরা আশা করি, মার্কিন কর্তৃপক্ষ ভিসার আবেদন মূল্যায়নের ক্ষেত্রে যোগ্যতাকে গুরুত্ব দেবে এবং ভারতীয় শিক্ষার্থীরা যথাসময়ে তাদের একাডেমিক প্রোগ্রামে যোগ দিতে পারবে।

এই নতুন নীতির ফলে যেসব ভারতীয় শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যয়নের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এ ধরনের কঠোরতা আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পাশাপাশি বৈধ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রেও কড়াকড়ি বৃদ্ধি পাওয়া একটি স্পষ্ট বার্তা।

এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের, বিশেষ করে দক্ষিণ এশিয়ার শিক্ষার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ অনেকটাই কঠিন হয়ে উঠতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 নিখোঁজের পর বাড়ি ফিরে দেখেন বাবা-ভাইসহ অনেকে বেঁচে নেই 

বছরের শুরুতেই পাল্টাপাল্টি হামলার অভিযোগে রাশিয়া-ইউক্রেন

জমিয়ত থেকে বহিষ্কার নাসির উদ্দিন মুনির

রাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

বিশেষ সহকারী ডা. সায়েদুরের পদত্যাগ ও ফেরার কারণ

খালেদা জিয়ার কবরে সমমনা জোটের ফুলেল শ্রদ্ধা

খালেদা জিয়ার জানাজায় মৃত্যুবরণকারী নিরবের পরিবারের পাশে তারেক রহমান

জনসংখ্যা বাড়াতে চীনে গর্ভনিরোধক পণ্যের দাম বাড়ছে

২০২৫ সালে সৌদি আরবে রেকর্ড মৃত্যুদণ্ড 

ডাকসু প্রতিনিধিদের যে বার্তা দিলেন তারেক রহমান

১০

অবসর নিয়ে সিদ্ধান্ত জানালেন সাবিনা

১১

থার্টিফার্স্ট উদ্‌যাপনের সময় সুইজারল্যান্ডে ৪০ জনের মৃত্যু

১২

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে যারা

১৩

মামলা সত্ত্বেও বরখাস্ত প্রধান শিক্ষককে পুনরায় নিয়োগের উদ্যোগ

১৪

রেললাইনে মিলল নিখোঁজ রুবেলের রক্তাক্ত মরদেহ 

১৫

সার্কের চেতনা এখনো জীবিত : প্রধান উপদেষ্টা

১৬

সুপার ওভারের নাটকে রংপুরকে হারাল রাজশাহী

১৭

বাড়ি-গাড়ি নেই আখতারের, নগদ আছে ১৩ লাখ টাকা 

১৮

নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

১৯

শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

২০
X