চলছে সংসদ অধিবেশন। সবাই তখন ব্যস্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে। আর এরই মধ্যে মোবাইলে ‘জঙ্গলি রামি’ খেলছেন সংসদের কৃষিমন্ত্রী।
আর এ রকমই বিতর্কিত কাজে জড়িয়ে শেষ পর্যন্ত সেই মন্ত্রীকে তার কৃষি মন্ত্রণালয় ছাড়তে হলো। এমনই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বিধানসভায়।
জানা যায়, এনসিপির নেতা মানিকরাও কোকাটেকের এ ঘটনার জেরে কৃষিমন্ত্রী পদ থেকে সরিয়ে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী হিসেবে বদলি করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভিডিও ভাইরালের পর বিরোধীরা মানিকরাওয়ের পদত্যাগ দাবি করে। তবে মানিকরাও কোকাটে অভিযোগ অস্বীকার করে বলেন, মোবাইলে গেমটি হঠাৎ খুলে গিয়েছিল, আমি তা বন্ধ করার চেষ্টা করছিলাম। পুরো ভিডিও দেখলেই বিষয়টি পরিষ্কার হবে। বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি অংশ কেটে প্রচার করছে।”
এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে বহুবার বিতর্কে জড়িয়েছেন মানিকরাও।
মন্তব্য করুন