বাসা পরিবর্তনের সময় ট্রাংক নিতে গিয়ে দেখেন ট্রাংটি অনেক ভারী। এ সময় সন্দেহ হওয়ায় ট্রাংটি খুলে দেখেন নিখোঁজ হওয়া তিন শিশুকন্যার লাশ। ঘটনাটি ঘটেছে ভারতের জলন্ধর জেলার কানপুর গ্রামে। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত রোববার কাজ থেকে ফেরার পর মা-বাবা তিন মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। এ ঘটনায় ওইদিন রাতে জলন্ধরের মাকসুদন থানায় জিডি করেন।
অভিবাসী ওই শ্রমিকের পরিবারে পাঁচটি সন্তান রয়েছে। তাদের মধ্যে নিহত তিন মেয়ে হলো কাঞ্চন (৪), শক্তি (৭) এবং অমৃতা (৯)। মৃত্যুর কারণ জানতে মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মেয়েদের বাবার মদ্যপানের বদ অভ্যাস ছিল। এ কারণে তিনি কিছুদিন আগে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ পেয়েছিলেন। আজ সোমবার তিনি যখন গৃহস্থালির জিনিসপত্র স্থানান্তর করছিলেন তখন একটি ট্রাংক স্বাভাবিকের চেয়ে ভারী ছিল। বিষয়টি সন্দেহ হলে তিনি ট্রাংকটি খুলে নিজের তিন মেয়ের লাশ দেখতে পান।
মন্তব্য করুন