ফের নেপালে আঘাত হেনেছে ভূমিকম্প। সোমবার বিকেলের দিকে নেপালে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে কেঁপে উঠেছে প্রতিবেশী ভারতের নয়াদিল্লি ও এর আশপাশের কয়েকটি এলাকা।
ইন্ডিয়া এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৬ নভেম্বর) স্থানীয় সময় ৪টা ১৬ মিনিটের দিকে নেপালের পশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানীসহ আরও কয়েকটি শহর। ভূমিকম্পে আতঙ্কিত লোকজনকে দিল্লির রাস্তায় নেমে আসতে দেখা গেছে। তবে, এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার উত্তরে নেপালের পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে।
Earthquake of Magnitude:5.6, Occurred on 06-11-2023, 16:16:40 IST, Lat: 28.89 & Long: 82.36, Depth: 10 Km ,Region: Nepal for more information Download the BhooKamp App https://t.co/TXMwjzCLks @KirenRijiju @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/HM8ZaYMlZH — National Center for Seismology (@NCS_Earthquake) November 6, 2023
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে দেশটিতে ১৫৫ জনের প্রাণহানি ঘটে। সোমবারও নেপালের একই অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবারের এই ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে বলে জানায় ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র।
মন্তব্য করুন