দিল্লির অক্ষরধাম মন্দিরের কাছে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর অভিযোগে বাংলাদেশের একজন নারী ফটোগ্রাফারকেে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ জুন) মোমো মোস্তফা নামে ওই নারীকে আটক করে পুলিশ।
নো-ফ্লাইং জোনে ড্রোন ব্যবহার করার দায়ে ওই নারীকে প্রথমে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে মামলা করে তাকে ছেড়ে দেয় পুলিশ। ৩৩ বছর বয়সী ওই নারী ফটোগ্রাফার ভারতে গেছেন পর্যটন ভিসায়।
এ বিষয়ে ডেপুটি কমিশনার অব পুলিশ (পূর্ব) অমরুথা গুগুলথ বলেছেন, পূর্ব দিল্লির অক্ষরধাম মন্দিরের কাছে একটি উড়ন্ত ড্রোন সম্পর্কে তথ্য পেয়ে পুলিশের একটি দল পাঠানো হয়। এ সময় মোমো মোস্তফাকে ড্রোনসহ আটক করা হয়। এরপর একটি মামলা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, নারীটি মন্দির ও এলাকার ছবি তোলার জন্য ড্রোন ব্যবহার করছিলেন। তিনি গত ২৫ মে ছয় মাসের ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছেন। আগামী ৫ জুলাই দেশে ফিরে যাবেন।
মন্তব্য করুন