কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

সৌদিতে সিনেমা হল ইস্যুতে দ্বিধাবিভক্ত নাগরিকরা

সৌদি আরবে চলচ্চিত্রবিষয়ক এক প্রদর্শনীতে নারীরা। ছবি : সংগৃহীত
সৌদি আরবে চলচ্চিত্রবিষয়ক এক প্রদর্শনীতে নারীরা। ছবি : সংগৃহীত

পশ্চিমা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত বদলে যাচ্ছে সৌদি আরব। ইসলাম ধর্মের আঁতুড়ঘর হিসেবে পরিচিত সৌদি আরব এখন পশ্চিমা সংস্কৃতি আমদানিতে ব্যস্ত হয়ে পড়েছে।

এ জন্য দেশের ভেতর গান-বাজনা থেকে শুরু করে সিনেমা হল বানানোয় মনোযোগী হয়ে উঠেছে সৌদি আরব। তবে সম্প্রতি একজন সৌদি ইঞ্জিনিয়ারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর ওই সিনেমা হল নির্মাণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

সৌদি আরবে ক্রাউন প্রিন্সের ‘কার্যত’ শাসক হয়ে ওঠার পর দেশকে আমূলে বদলে ফেলার পণ করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এ জন্য সৌদি সমাজের প্রচলিত নিয়মকানুনকে গোঁড়ামি আখ্যা দিয়ে তা সংস্কারে উঠেপড়ে লাগেন তিনি। অর্থনীতি নিয়েও তাক লাগানোর মতো বড় ধরনের পরিকল্পনা করেন যুবরাজ মোহাম্মদ। এমনকি এত দিন নিষিদ্ধ হিসেবে বিবেচিত হওয়া অনেক কিছুই এখন সৌদি আরবে বৈধতা পেয়েছে।

তবে সম্প্রতি একটি সিনেমা হলের নির্মাণ নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। সৌদি আরবের একজন ইঞ্জিনিয়ার এক্সে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করার পর আলোচনা তুঙ্গে ওঠে। ভিডিওতে ওই ইঞ্জিনিয়ার দাবি করেন, ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম স্থান পবিত্র কাবাঘরের একেবারে কাছাকাছি এত বড় বিনোদন প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি সরকার।

স্মার্ট মক্কা গড়ে তোলার যে পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি সরকার, তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সিনেমা। সৌদি সরকার বলছে, আধুনিক বিনোদন ব্যবস্থাকে ধর্মীয় গুরুত্বের সঙ্গে মিল রেখে সমন্বয় করা হবে। প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস, এটি সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সহযোগী প্রতিষ্ঠান। ২০২৩ সালে সৌদি এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসকে ২৫০ কোটি ডলারের বিভিন্ন প্রজেক্ট দেওয়া হয়।

মক্কা সিনেমা প্রজেক্টের মূল্য ১৩০ কোটি সৌদি রিয়াল। স্থানীয় একটি প্রতিষ্ঠান মডার্ন বিল্ডিং লিডারস এই প্রজেক্ট বাস্তবায়ন করছে। পবিত্র কাবা মসজিদ কমপ্লেক্সের ঠিক বাইরে উম আল কুরা বিশ্ববিদ্যালয়ের কাছে আল আবিদিয়াহ জেলায় এই সিনেমা প্রজেক্ট তৈরি করা হচ্ছে। এই প্রজেক্টর এরিয়ার পরিধি ৮০ হাজার স্কয়ার মিটার। দেশটিতে সিনেমা হল নির্মাণকে উল্লেখযোগ্য সাংস্কৃতিক পরিবর্তন হিসেবে বর্ণনা করা হচ্ছে।

দীর্ঘ চার দশক ধরে সৌদি আরবে সিনেমা নিষিদ্ধ ছিল। কিন্তু ২০১৮ সালে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সৌদি সরকার। দেশটির তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে ভিশন ২০৩০ হাতে নিয়েছেন, তার অংশ হিসেবেই সৌদি আরবের সমাজকে পশ্চিমাদের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতেও বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে সৌদি আরব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্রকারীদের সতর্কবার্তা দিলেন আমিনুল হক

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, চাচাতো চাচা রফিকুল রিমান্ডে 

জবিতে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু ১ সেপ্টেম্বর

স্থপতি মোশতাক আহমেদের বাবার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি, উকিল খুঁজছেন স্বপন

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

১০

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১১

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

১২

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

১৩

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

১৪

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

১৫

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১৬

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১৭

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১৮

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৯

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

২০
X