কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

লেবানন যোদ্ধাদের রকেট হামলায় জ্বলছে গোলান মালভূমি

লেবাননের হামলায় গোলান মালভূমিতে লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত
লেবাননের হামলায় গোলান মালভূমিতে লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলায় জ্বলছে গোলান মালভূমি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। এ ছাড়া ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে রকেট হামলায় আগুন লাগার বিষয়টি স্বীকার করে।

হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণকে কেন্দ্র করে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে শুক্রবার সকালে ইসরায়েলে ১৭টি হামলা চালিয়েছে লেবানন। যার বেশিরভাগ গোলান মালভূমিতে আঘাত হেনেছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব হামলা করেছে। তারা কয়েক ডজন রকেট সীমান্তবর্তী ইসরায়েলের গ্রামগুলোতে নিক্ষেপ করে। যার বেশিরভাগ ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির খোলা স্থানে আঘাত হানে। এতে প্রাণহানির খবর পাওয়া না গেলেও বিশাল এলাকাজুড়ে গাছ-পালায় আগুন ধরে গেছে। এতে অঞ্চলটিতে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী গ্রামের মানুষরা নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

এ নিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলছে, রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, উত্তর ইসরায়েলের দিকে ছোড়া রকেট কোনো স্থাপনায় আঘাত হানতে পারেনি। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সব রকেট আকাশেই ধ্বংস করে। বাকিগুলো খোলা মাঠে বিস্ফোরিত হয়ে গাছপালায় আগুন ধরে যায়। দেশটির উদ্ধারকারী পরিসেবাগুলো সে আগুন নেভানোর কাজ করছে।

অপরদিকে এক বছরের মধ্যে লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়েছে। এতে কয়েকশ রকেট ছোড়া হয়েছে। এ সময় বিভিন্ন অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে দেশটির এ হামলায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

এদিকে লেবাননে নজিরবিহীন পেজার, ওয়াকিটকি ও রেডিও ডিভাইস বিস্ফোরণ নিয়ে মন্তব্য করেছে রাশিয়া। এ ধরনের হামলাকে অত্যন্ত বিপজ্জনক এবং সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অভিহিত করে রাশিয়া বলেছে, মস্কো লেবাননের জনগণের পাশে থাকবে।

এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, লেবানন পরিস্থিতি নিয়ে রাশিয়া উদ্বিগ্ন। মস্কো এটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইতিহাসে নজিরবিহীন সন্ত্রাসী সাইবার আক্রমণ হিসেবে দেখছে। আমরা লেবাননের জনগণের সঙ্গে আমাদের একাত্মতা প্রকাশ করছি এবং সন্ত্রাসী কায়দায় সহিংসতা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে সশস্ত্র সংঘর্ষের সম্প্রসারণের ঝুঁকির নিন্দা জানাই।

তিনি আরও বলেন, আমরা নিশ্চিত যে লেবাননে একটি বড় আকারের সামরিক অভিযান শুরু হলে তা সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বিধ্বংসী পরিণতি হবে। এ ধরনের বিপর্যয়কর পরিস্থিতি এড়ানো প্রয়োজন। আবারও আমরা জরুরিভাবে জড়িত সব পক্ষকে সর্বোচ্চ সংযম এবং যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা উত্তেজনা কমানো এবং সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ৫

খাদ্যনালির ক্যানসারের যে উপসর্গগুলোকে অবহেলা করবেন না

দিল্লিতে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ

লক্ষ্মীপুরে মা-মেয়ে হত্যা, আটক সোহেল নিহতদের ‘আত্মীয়’

ইশরাকের হবু স্ত্রীর ছবি প্রকাশ

প্রেম ভাঙার গুঞ্জনে যা বললেন সাদিয়া

সাংবাদিক হায়াতকে কুপিয়ে হত্যায় সাতক্ষীরায় প্রতিবাদ

গর্ভাবস্থায় হাড় শক্ত রাখতে যা করবেন

গুম-খুনের নির্দেশদাতা শেখ হাসিনার বিচার দাবি ডাকসুর

১১ বছর পর বিগব্যাশ মাতাবেন স্টার্ক

১০

চলতি বছর ৫৮০ অগ্নিকাণ্ডের নেপথ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : ফায়ার সার্ভিস ডিজি

১১

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে

১২

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ মায়ের

১৩

গাজা ছেড়ে আরেক দেশে ইসরায়েলের হামলা

১৪

মাছের মাথা কেন খাবেন ? জানুন ৭ উপকারিতা

১৫

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য : উপদেষ্টা সাখাওয়াত 

১৬

জামায়াতের আমির নির্বাচনের ভোটগ্রহণ চলছে, মনোনীত প্রার্থী যারা

১৭

রাজবাড়ী / সাত দিনে অর্ধকোটি টাকার জাল ধ্বংস, ২৭ জনের কারাদণ্ড

১৮

হংকং চায়না ম্যাচের আগে যে কথা হয়েছিল তামিম-হামজার

১৯

পুকুরপাড়ে পড়ে ছিল নারী গ্রাম পুলিশের মরদেহ

২০
X