কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১২:০০ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

হাড্ডিসার ইসরায়েলি জিম্মিরাও, ভিডিও প্রকাশে তোলপাড়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র উঠে এসেছে হামাস প্রকাশিত দুই ইসরায়েলি জিম্মির ভিডিওতে। ভিডিওতে দেখা গেছে, খাবারের অভাবে তারা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে, হাঁটতে বা দাঁড়াতেও পারছেন না। গত বৃহস্পতিবার ভিডিও দুটি প্রকাশের পর থেকেই তা নিয়ে পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

যেখানে গাজার অন্তত ১৭৫ জন দুর্ভিক্ষে মারা গেছেন, তার অনেকটাই অবহেলিত থেকেছে পশ্চিমা বিশ্বে। অথচ এই দুই জিম্মির দুর্দশা দেখে হঠাৎ করে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ পশ্চিমা নেতারা।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ভিডিও প্রকাশ ‘বীভৎস’ এবং এটি প্রচারণার একটি অসুস্থ কৌশল। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্ৎস দাবি করেছেন, যুদ্ধবিরতির জন্য জিম্মিদের মুক্তিই হতে হবে প্রধান শর্ত। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, সব জিম্মির মুক্তি ও গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে ফ্রান্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রথম ভিডিওতে ব্রাসলাভস্কি নামের এক জিম্মিকে দেখা যায় কান্নায় ভেঙে পড়তে। তিনি বলেন, আজ শুধু তিনটি ফালাফেল (ছোলা বা ডাবরির চপ) খেয়েছি, খাবার-পানি শেষ হয়ে গেছে, দাঁড়ানোরও শক্তি নেই।

দ্বিতীয় ভিডিওতে ডেভিড নামের আরেক জিম্মিকে দেখা যায় নিজের কবর খুঁড়তে। তিনি বলেন, আমি কয়েক দিন ধরে অভুক্ত, তেমন পানি পাইনি।

ভিডিও দুটি প্রকাশের পর ইসরায়েলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাদের আশ্বস্ত করেছেন যে, সব জিম্মিকে ফেরাতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি রেড ক্রসকে অনুরোধ করেছেন, যেন দ্রুত জিম্মিদের কাছে খাবার ও চিকিৎসা সহায়তা পৌঁছানো হয়।

রেড ক্রস জানিয়েছে, তারা নেতানিয়াহুর অনুরোধে সাড়া দিয়েছে এবং হামাসকে আহ্বান জানিয়েছে জিম্মিদের কাছে পৌঁছাতে দিতে। প্রকাশিত ভিডিওগুলো দেখে তারা মর্মাহত বলেও জানিয়েছে।

হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা জানান, জিম্মিরা যা খায়, গাজার সাধারণ মানুষও তা-ই খায়। তারা বিশেষ কোনো সুবিধা পাচ্ছে না। তিনি বলেন, যদি জিম্মিদের কাছে ত্রাণ পৌঁছাতে হয়, তবে গাজার সব এলাকায় মানবিক করিডোর খুলতে হবে এবং ত্রাণ বিতরণের সময় কোনো হামলা চলবে না।

জাতিসংঘ বলছে, গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গাজায় শিশুদের বড় অংশ অপুষ্টিতে ভুগছে এবং মানবিক সহায়তার ঘাটতি মারাত্মকভাবে বেড়েছে।

পশ্চিমা মিত্ররা এই দুর্ভিক্ষের জন্য ইসরায়েলের অবরোধকে দায়ী করছে, আর ইসরায়েল বলছে—এর জন্য দায়ী একমাত্র হামাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের অধিকার ফিরিয়ে আনা বিএনপির প্রতিশোধ : আমান উল্লাহ

গাজায় চেষ্টা করেও বাঁচানো যায়নি ইসরায়েলের সেনাকে

আওয়ামী দোসরদের সমূলে উৎখাত করতে হবে : লায়ন ফারুক

টি-স্পোর্টস থেকে পাওনা নিচ্ছে না বিসিবি

খুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

পিবিপ্রবিতে জনবল নিয়োগে অনিয়ম তদন্তে কমিটি গঠন

বেগম জিয়া মানুষের অধিকার আদায়ে কারো সঙ্গে আপস করেননি : মাহমুদ

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান

হাসিনার বিচারের আগে নির্বাচন হলে জনগণ মানবে না : সারজিস

১০

‘নিখোঁজ’ মামুনুর রশিদকে ফেরত চান জামায়াত আমির

১১

দুবাইয়ে টাইগারদের দারুণ শুরু

১২

‘নিখোঁজ’ জুলাই যোদ্ধা মামুনুর রশীদের পরিবারের পাশে বিএনপি

১৩

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি 

১৪

ময়মনসিংহের ৬০ মন্দিরে বিএনপির উৎসব প্রণোদনা

১৫

মাহবুবুল খালিদের কথা ও সুরে ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’

১৬

দুর্গাপূজার ছুটি কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন

১৭

পদ্মা ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের অফ-ডে বাতিল

১৮

খুবিতে চলচ্চিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা প্রদান

১৯

অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না : সালাহউদ্দিন আহমদ

২০
X