ইরানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত তেহরানে এবং সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রিয়াদে পৌঁছেছেন। এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সম্পর্ক জোড়া লাগানোর কার্যক্রম সম্পন্ন হলো। খবর আলজাজিরা।
চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর বিষয়ে সম্মত হয় রিয়াদ ও তেহরান। এরপর থেকেই সম্পর্ক জোড়া লাগাতে যৌথ প্রচেষ্টা হাতে নেয় দুই দেশ।
গত মাসে তেহরানে সৌদি আরবের দূতাবাস পুনরায় কার্যক্রম শুরু করে। এর আগে গত জুন মাসে রিয়াদে পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে দূতাবাস পুনরায় চালু করে ইরান। সবশেষ গতকাল মঙ্গলবার দুই দেশের রাজধানীতে রাষ্ট্রদূত বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর কাজ সম্পন্ন করল দুই প্রতিদ্বন্দ্বী দেশ।
২০১৬ সালে শিয়া ধর্মগুরু নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ। এর প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাসে হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এর জেরে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে রিয়াদ।
এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবার তেহরানে আসেন সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল নাজি। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, দুই দেশের সম্পর্ক জোরদার, সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সৌদি নেতারা। পাশাপাশি তারা এই সম্পর্ককে বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে চান।
একই দিন ইরানি রাষ্ট্রদূত আলি রেজা এনায়াতি রিয়াদে যান বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা। রিয়াদে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের কর্মকর্তারা স্বাগত জানিয়েছেন।
এর আগে আল নাজি ওমানে সৌদি আরবের রাষ্ট্রদূত এবং আলি রেজা কুয়েতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন