সময় যত গড়াচ্ছে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলা আরও ভয়াবহ হচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকা ও খান ইউনিস শহরের আবাসিক ভবন ও হাসপাতালে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলিরা। এমনকি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ঠিক পেছনের একটি ভবনে পর্যন্ত হামলা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
আলজাজিরার সাংবাদিক ইউমা আল-সায়েদ বলেছেন, তাদের পেছনে যে ভবনে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা করেছে সেটি একটি আবাসিক ভবন। যখন এ হামলা হয়েছে তিনি লাইভ অনুষ্ঠান করছিলেন।
এর আগে ২০২২ সালে একটি আবাসিক ভবনে এ ধরনের হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ নেতা তাইসির আল-জাবারি নিহত হয়েছিলেন। তবে এবারের হামলায় ওই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একেবারে মাটির সঙ্গে মিশে গেছে।
শনিবার ইসরায়েলের দিকে হামাসের মুহুর্মুহু রকেট হামলার পর অবরুদ্ধ গাজায় পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলা-পাল্টা হামলার পর দুদেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে এসব ঘটনায় দুই দেশের প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছে। হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
Watch the moment Israeli fighter jets strike Palestine Tower behind Al Jazeeras Youmna El Sayed as she reports live from Gaza ⤵️ pic.twitter.com/dXHVRJiCOC— Al Jazeera English (@AJEnglish) October 7, 2023
মন্তব্য করুন