ইসরায়েলের দিকে হামাসের মুহুর্মুহু রকেট হামলার পর অবরুদ্ধ গাজায় পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলা-পাল্টা হামলার পর দুদেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে এসব ঘটনায় দুই দেশের প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছে। হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
ইসরায়েলে রকেট হামলার পরপর আলজাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন হামাসের উপপ্রধান সালেহ আল-আরুরি। তিনি বলেছেন, হামাসের প্রধান লক্ষ্য ফিলিস্তিনের স্বাধীনতা।
সালেহ আল-আরুরি বলেন, এটা কোনো চোরাগোপ্তা অভিযান নয়। আমরা সর্বাত্মক যুদ্ধ শুরু করেছি। আমরা আশা করছি, এই যুদ্ধ অব্যাহত থাকবে। যুদ্ধের ফ্রন্ট আরও সম্প্রসারিত হবে। আমাদের একটি প্রধান লক্ষ্য রয়েছে। তা হলো আমাদের স্বাধীনতা ও আমাদের পবিত্র স্থানগুলোর স্বাধীনতা।
তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের স্বাধীনতা, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই এবং পবিত্র স্থান রক্ষা করার অধিকার রয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের বিজয়, স্বাধীনতা ও মুক্তি লাভ করছি ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব।
মন্তব্য করুন