ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি কর্মকর্তা নিহত হয়েছে। এ সময় তার পরিবারের আরও ১৫ সদস্যও প্রাণ হারিয়েছে। সোমবার (১৬ অক্টোবর) ফিলিস্তিনি মিডিয়া কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
নিহত ওই কর্মকর্তার নাম মুহাম্মদ আল-নাজ্জার। তিনি ইসরায়েলি সরকারের সংঘটিত অপরাধের নথিপত্র ও বিচারবিষয়ক জাতীয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
ইসরায়েলি বাহিনী এই হামলা ঠিক কোন এলাকায় করেছে, তা জানায়নি ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে এই বিবৃতির আগে আলজাজিরার আরবি বিভাগ জানিয়েছিল, গাজার খান ইউনিস শহরে একটি আবাসিক ভবনে বোমা হামলা করেছে ইসরায়েল।
গত শনিবার (৭ অক্টোবর) অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৩০০ জন নিহত হয়েছে। এ হামলার পরপর হামাসকে নির্মূলের অঙ্গীকার করে গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। পাশাপাশি গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এমনকি অবরোধের অংশ হিসেবে সেখানে খাবার, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার। এর ফলে চরম সংকটে পড়েছে গাজার হাসপাতালগুলো।
টানা আট দিনের ইসরায়েলি বিমান হামলায় গাজায় এখন পর্যন্ত ২ হাজার ৬৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১০ হাজার মানুষ।
মন্তব্য করুন