কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১০:২০ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

এ যুদ্ধে কোনো নায়ক নেই, আছে শুধু ক্ষতিগ্রস্তরা

যুক্তরাষ্ট্রে সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত তুর্কি-আল-ফয়সাল। ছবি : টাইমস অব ইসরায়েল।
যুক্তরাষ্ট্রে সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত তুর্কি-আল-ফয়সাল। ছবি : টাইমস অব ইসরায়েল।

সম্প্রতি সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান এবং যুক্তরাষ্ট্রের নিয়োজিত রাষ্ট্রদূত হামাসকে ৭ অক্টোবর হামলার জন্য এবং ইসরায়েলকে গাজায় চলমান রক্তাক্ত পরিস্থিতির জন্য দায়ী করেছেন।

তুর্কি-আল-ফয়সাল বর্তমানে সরকারের কোনো পদে না থাকলেও তিনি এখনো সৌদি রাজদরবারে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি বলেন, আমি হামাসকে যে কোনো বয়সী এবং লিঙ্গে বেসামরিক মানুষের ওপর হামলার জন্য দায়ী করি, কারণ তাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এমন হামলা হামাসের ইসলামিক মতালম্বী পরিচয়কে মিথ্যা প্রমাণিত করে। মঙ্গলবার হাউস্টনে রাইস ইউনিভার্সিটির বেকার ইনস্টিটিউট অব পাবলিক পলিসিতে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি ফিলিস্তিনে ইসরায়েলি হামলার নৈতিক ভিত্তি প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য হামাসকে দায়ী করছি। যে সরকারকে বৈশ্বিকভাবে পরিহার করা হয়েছে, এমনকি ইসরায়েলের অর্ধেক মানুষ যে সরকারকে ফ্যাসিস্ট, দুর্বৃত্ত এবং ঘৃণ্য হিসেবে চিহ্নিত করেছে।

তিনি বলেন, ফিলিস্তিনের মানুষকে অবমূল্যায়ন করার জন্য দায়ী করি হামাসকে- যেটা ইসরায়েলিরা এতদিন করে এসেছে।

এসময় ফিলিস্তিনি মানুষকে এই যুদ্ধাবস্থা থেকে মুক্তি দিতে সৌদি আরবের দেওয়া শান্তি প্রস্তাব অগ্রাহ্য করার কারণে হামাসকে দায়ী করেন বর্ষীয়ান এই কূটনীতিক।

তবে সমানভাবে, আমি গাজায় ফিলিস্তিনি নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ এবং তাদের জোরপূর্বক সিনাইয়ে তাড়ানোর চেষ্টার নিন্দা করছি। আমি ইসরায়েলিদের দ্বারা পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশু, নারী-পুরুষদের নির্বিচারে গ্রেপ্তারের নিন্দা জানাই। দুইটি ভুল কাজ দিয়ে কোনো একটি বিষয়কে সঠিক করা যায় না।

তিনি আরও বলেন, আমি আমেরিকান মিডিয়াতে প্রায়ই শুনি কোনো উসকানি ছাড়াই না কি এ হামলা করা হয়েছে। একটি শতাব্দীর তিন ভাগ সময়জুড়ে ফিলিস্তিনিদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তাতে আর কী উসকানি প্রয়োজন আছে?

এসময় তিনি পশ্চিমাদের একচোখা নীতির কঠোর সমালোচনা করে বলেন, আমি পশ্চিমা রাজনীতিবিদদের প্রতিও নিন্দা জানাচ্ছি। কেননা ফিলিস্তিনিদের দ্বারা কোনো ইসরায়েলির মৃত্যু ঘটলে তারা মরা কান্না কাঁদেন অথচ ফিলিস্তিনিদের ইসরায়েলিরা হত্যা করলে সে বিষয়ে কোনো দুঃখ প্রকাশ করতে পর্যন্ত নারাজ।

তিনি আরও বলেন, এই যুদ্ধে কোনো নায়ক নেই, আছে শুধু ক্ষতিগ্রস্তরা।

এদিকে হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১৪ দিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে গাজায় নিহত মানুষের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। খবর আলজাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, এখন পর্যন্ত গাজায় ৪ হাজার ১৩৭ জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে এক হাজার ৬৬১টি শিশু রয়েছে। এ ছাড়া ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলি হামলায় অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩০০ ফিলিস্তিনি।

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০৩ জন। এ ছাড়া আহত হয়েছে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা চালাতে গাজা সীমান্তে বহু সেনা ও সমরাস্ত্র জড়ো করেছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়ার ইন্তেকাল

ইতিহাস আমাদের বিচার করবে : মুসলিম দেশগুলোর উদ্দেশে ইরান

ক্যানসারে আক্রান্ত তৌহিদ আফ্রিদি

ফজলুর রহমান চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা

বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত বেড়ে ৪

ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা

চিকুনগুনিয়া টিকার লাইসেন্স স্থগিত করল যুক্তরাষ্ট্র

সারা দেশে একযোগে ১৮৯ বিচারককে বদলি

জেলা-উপজেলায় আনসার বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

ওজন কমাতে ৭ প্রচলিত ধারণা ভুলে গেলেই ফল আসবে আরও সহজে

১১

হিজাববিদ্বেষী শিক্ষিকার শাস্তি চাইল বাংলাদেশ খেলাফত মজলিস 

১২

অপারেশনের ভয়ে হাসপাতাল থেকে লাফ দিলেন যুবক

১৩

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন যে ধনকুবের

১৪

রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

১৫

খুলনার রাজনীতির মাঠে সক্রিয় বিএনপি নেতা পারভেজ মল্লিক

১৬

সরকারি অফিসে হোয়াটসঅ্যাপ-পেনড্রাইভ নিষিদ্ধ করল জম্মু ও কাশ্মীর

১৭

মমতাজের পর এবার আদালতে জুতা খোয়ালেন তৌহিদ আফ্রিদি

১৮

ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চায় ছাত্রদল : আবিদুল

১৯

বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০
X