লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ ইসরায়েলে বেশ কয়েকটি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হামলা করার দাবি করেছে। বুধবার এক বিবৃতিতে সংগঠনটি ইসরায়েলি বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করে।
ইসরায়েলি সেনাদের জন্য নির্মিত স্থাপনা এবং নজরদারি ও নিরীক্ষণ কেন্দ্রেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
এসব হামলায় ক্ষতি হয়েছে হিজবুল্লাহরও। সংগঠনটি একজনের নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে। শিনহুয়া নিউজ এজেন্সি জানায়, দক্ষিণ লেবাননে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে দুই লেবানিজ কৃষক আহতের খবর পাওয়া গেছে। তারা এইতারৌন নামের গ্রামে ইসরায়েলি গোলাবর্ষণে আহত হয়েছেন।
এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা সেনাবাহিনীর আর্টিলারি শাখার মাধ্যমে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে। তারা ১৪টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম জানায় লেবানন থেকে হামলার জবাবে আইডিএফ পালটা আক্রমণ চালায়। তবে এসব হামলায় কোনো আইডিএফ সদস্য নিহত হয়েছেন বলে খবর মেলেনি।
হিজবুল্লাহর প্রকাশিত ভিডিওতে দাবি করেছে যে তারা অ্যান্টি ট্যাংক মিসাইল দিয়ে লেবানন সীমান্তে ইসরায়েলি নিরাপত্তা চৌকিতে হামলা করেছে।
Footage has been released by Hezbollah which is claimed to show them launching an Anti-Tank Guided Missile against an Israeli Security Checkpoint near the Border with Lebanon resulting in IDF Casualties. pic.twitter.com/6vOj5nlqXd — OSINTdefender (@sentdefender) October 18, 2023
টানা দুই সপ্তাহ পেরিয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫৮০০ ছাড়িয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে ৪ হাজার ৩৮৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ হাজার ৭৫৬ জন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় ৯৬৭ জন নারী এবং ১১ জন সাংবাদিক রয়েছেন।
ইসরায়েলি বাহিনীর এ হামলায় ফিলিস্তিনের আহত হয়েছেন ১৩ হাজার ৫০০ জন। তাদের মধ্যে ২০০০ শিশু ও ১৪০০ নারী রয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় ১৪০০ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ৭২০ জন শিশু রয়েছে।
অন্যদিকে গত দুই সপ্তাহে ইসরায়েলের পশ্চিম তীরে নিহত হয়েছে ৮৪ জন নাগরিক। তাদের মধ্যে ৩০ জন নারী ও শিশু রয়েছে।
এ ছাড়া এ সময়ে ফিলিস্তিনের হামলায় ইসরায়েলের ১৪০৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৭ সেনা ও ৫৭ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
মন্তব্য করুন