কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আরব বিশ্বে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাস যুদ্ধে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থন ভালোভাবে নেয়নি আরব বিশ্ব। দিন যত সামনে গড়াচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিনবিরোধী মনোভাব তত বাড়ছে। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে এ বিষয়ে কড়াভাবে সতর্ক করেছে এই অঞ্চলে নিযুক্ত আমেরিকান কূটনীতিকরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক গোপন মার্কিন কূটনৈতিক তারবার্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সিএনএন।

ওই তারবার্তায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরব বিশ্বে ক্রমবর্ধমান ক্ষোভ সম্পর্কে আমেরিকান কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছে। গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল পাল্টা হামলা চালালে আরবদের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী ক্ষোভের জন্ম হয়। টানা ইসরায়েলি হামলায় গাজায় সাড়ে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় সাড়ে চার হাজার শিশু রয়েছে। পূর্ণ অবরোধের কারণে পর্যাপ্ত মানবিক ত্রাণসহায়তা প্রবেশ করতে না পারায় সেখানে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে।

গত বুধবার বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের বরাতে ওমানে মার্কিন দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে তথ্যযুদ্ধে আমরা ব্যাপকভাবে পিছিয়ে পড়ছি। গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনকে তারা নৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করছে।

এই গোপন তারবার্তাটি মাস্কাটের মার্কিন দূতাবাসের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা লিখেছেন। এরপর সেটি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও এফবিআইয়ের কাছে পাঠানো হয়েছে।

কায়রোর আমেরিকান দূতাবাসের একটি তারবার্তার বরাতে সিএনএন জানিয়েছে, মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় বলা হয়েছে, ফিলিস্তিনিদের প্রতি প্রেসিডেন্ট বাইডেনের নিষ্ঠুরতা ও অবজ্ঞা আগের সব মার্কিন প্রেসিডেন্টকে ছাড়িয়ে গেছে।

গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের এতকরফা সমর্থনের বিষয়টি আরব বিশ্বের মার্কিন মিত্ররাও ভালোভাবে নেয়নি। এ নিয়ে ক্ষোভের বিষয়টি সম্প্রতি তারা জানিয়েছে দিয়েছে।

গত শনিবার (৪ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে আরব বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে তাকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন তিনি।

ব্লিঙ্কেন বলেছেন, যুদ্ধবিরতি হামাসকে সুবিধা দেবে। তারা পুনরায় সংগঠিত হবে এবং ইসরায়েলে আবারও হামলা চালাবে।

স্থায়ী যুদ্ধবিরতির কথা না বললেও গাজায় ত্রাণসহায়তা দিতে এবং হামাসের হাতে বন্দিদের মুক্তি করতে দু’পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পক্ষে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, উত্তর গাজায় দৈনিক চার ঘণ্টার সামরিক অভিযানের বিরতির বিষয়ে সম্মতি দিয়েছে ইসরায়েল।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা এক মাসের অব্যাহত হামলায় নিহত মানুষের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে প্রায় অর্ধেক শিশু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মজীবনে বিরতির পর ফিরে আসা, আত্মবিশ্বাস পুনর্গঠনে এক নারীর গল্প

ক্যারিয়ারের প্রথম গোল্ডেন গ্লোব জয় করলেন টিমোথি চালামেট

এক মাস জিহ্বা পরিষ্কার না করলে কী হতে পারে, জানুন বিশেষজ্ঞের মতামত

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

শৈত্যপ্রবাহ নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

ঢাবিতে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু ১৮ জানুয়ারি 

সিলেটে কেন নেই তাসকিন? জানাল ঢাকা ক্যাপিটালস

রাজধানীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় মিলল চাঞ্চল্যকর তথ্য

যারা পেলেন গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড ২০২৬

মেডেল নিয়েই বিদায়, এমবাপ্পের ইঙ্গিতে মাঠ ছাড়ল রিয়াল

১০

গাড়ি থামিয়ে হামিমকে ডেকে কী কথা বললেন তারেক রহমান

১১

দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

১২

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

১৩

বাংলাদেশের ম্যাচ ঘিরে অচলাবস্থা, নতুন যে বিকল্প ভাবছে আইসিসি

১৪

জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, অংশ নিতে পারবেন না নির্বাচনে

১৫

সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

১৬

বিকেলে ঢাকায় পৌঁছাবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

১৭

বিএনপির যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন

১৮

আইনজীবী আলিফ হত্যার পলাতক আসামি গণেশ গ্রেপ্তার

১৯

হৃতিকের জন্মদিনে ব্যতিক্রমী পুনর্মিলন 

২০
X