কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ১১:৩৯ এএম
আপডেট : ২২ মে ২০২৪, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘৩০ সেকেন্ডে অদৃশ্য হয়ে যায় রাইসির হেলিকপ্টার’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের তিন দিন পর দুর্ঘটনার বিষয়ে বিশদ প্রকাশ করেছেন কর্মকর্তারা। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ইরান-আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন অনুষ্ঠান শেষে ফেরার পথে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটিতে ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজান প্রদেশের দুই শীর্ষ স্থানীয় কর্মকর্তাসহ মোট ৯জন আরোহী। দুর্ঘটনায় তারা সবাই নিহত হন।

ইরানের প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ গোলাম হোসেইন ইসমাইলি জানিয়েছেন, ইরানের ভারজাকান অঞ্চলে যেখানে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল সেখানের আবহাওয়া প্রায় স্বাভাবিক ছিল। ফ্লাইটটি একদিন আগে শিডিউল করা ছিল এবং যথাসময়ে সেটি উড্ডয়ন করেছিল।

বাঁধ উদ্বোধনের অনুষ্ঠান থেকে ফেরার সময় ৩টি হেলিকপ্টার একসাথে যাত্রা করেছিল। এই ৩টি হেলিকপ্টারের একটিতে ছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই কনভয়ের দায়িত্বে ছিলেন প্রেসিডেন্টকে বহনকারী কপ্টারের পাইলট।

হোসেইন ইসমাইলি বলেন, দুপুর ১টার দিকে হেলিকপ্টারগুলো উড্ডয়ন করে। স্থানীয় সময় ১৯ মে ওই এলাকার আবহাওয়া স্বাভাবিক ছিল। উড্ডয়নের ৪৫ মিনিটের পর, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের পাইলট অন্যান্য হেলিকপ্টারকে উচ্চতা বাড়ানোর নির্দেশ দেন মেঘ এড়ানোর জন্য।

প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল অন্য দুটি কপ্টারের মাঝে। ইচ্চতা বাড়িয়ে মেঘের উপরে ওঠার পর অন্য দুটি কপ্টার দেখতে পায় প্রেসিডেন্টকে বহনকারী কপ্টারটি তাদের কনভয়ে নেই। সেটি হঠাৎ উধাও হয়ে যায়।

হোসেইন ইসমাইলি বলেন, মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার ৩০ সেকেন্ড পরে, আমাদের পাইলট লক্ষ্য করলেন যে মাঝখানের হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে গেছে। পাইলট প্রেসিডেন্টের হেলিকপ্টারের সন্ধানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং বৃত্তাকারে চক্কর কাটেন। নিচে তারা প্রেসিডেন্টকে বহনকারী কপ্টারটি খোঁজার চেষ্টা করেন।

রেডিও ডিভাইসের মাধ্যমে প্রেসিডেন্টের হেলিকপ্টারটির সাথে যোগাযোগ করার বেশ কয়েকটি প্রচেষ্টা নেন তারা। কিন্তু তারা প্রেসিডেন্টকে বহনকারী কপ্টারটির সঙ্গে সংযোগ পাননি। মেঘের কারণে অন্য কপ্টারগুলো নিচে নামতে পারছিল না। ফলে তারা ফ্লাইট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং নিকটবর্তী একটি তামার খনিতে অবতরণ করেন।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান এবং প্রেসিডেন্টের সুরক্ষা ইউনিটের প্রধানকে পরে বারবার কল করলেও সাড়া পওয়া যায়নি।

ওই কর্মকর্তা আরও বলেন, তবে অন্য দুটি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের দায়িত্বে থাকা ক্যাপ্টেন মোস্তাফাভির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু যিনি ফোন করেছিলেন তিনি ছিলেন তাবরিজ জুমার নামাজের ইমাম মোহাম্মদ আলী আল-হাশেম, তিনিও তখন গুরুতর আহত ছিলেন।

ইরানের ওই কর্মকর্তা বলেন, যখন আমরা দুর্ঘটনার অবস্থান খুঁজে পাই তখন সেখানে কেউ বেঁচে ছিলেন না। মৃতদেহের অবস্থা নির্দেশ করে যে, প্রেসিডেন্ট রাইসি এবং তার অন্যান্য সঙ্গীরা দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার যেসব এলাকায় গ্যাস সরবরাহ ৮ ঘণ্টা বন্ধ থাকবে 

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ১৬৮২

মাটি খননের সময় বেরিয়ে এলো মর্টার শেল

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের টানা চতুর্থ জয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে প্রার্থী যারা

জামায়াত নেতাকে বহিষ্কার

ঢাবিতে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন’ শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর

বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে মিন্টুর দ্বিতীয় দিনের গণসংযোগ শুরু

কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মারামারি, অতঃপর...

শায়খ মোখলেসুর রহমান কিয়ামপুরীর বুখারি পাঠদানের ৫৪ বছর পূর্তি উদযাপন

১০

এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ : জুয়েল

১১

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪১০

১২

দম্পতিকে আশীর্বাদ করতে মঞ্চে উঠে বিপদে বিজেপি নেতা

১৩

সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ, যেভাবে আবেদন

১৪

যে নিয়মের কারণে বিপিএল খেলার অনুমতি পেলেন পিযুষ চাওলা

১৫

আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

১৬

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

১৭

ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, শুক্রবার কততে বিক্রি হচ্ছে

১৮

ইমরান খান জীবিত না মৃত, প্রশ্ন ছেলের

১৯

শক্তি বাড়িয়ে ৮৮ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

২০
X