কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ১১:০৭ এএম
আপডেট : ৩১ মে ২০২৪, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

এক শর্তে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করবে ফিলিস্তিনিরা

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার বসতি। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার বসতি। ছবি : সংগৃহীত

গাজায় আট মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দীর্ঘ এ যুদ্ধে মধ্যস্থতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার ও মিসর। তবে বিষয়টি নিয়ে কোনো ফলপ্রসূ সমাধান এখনও দেখা যায়নি। এমন পরিস্থিতিতে এক শর্তে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তির কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।

শুক্রবার (৩১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত তারা। তবে এজন্য একটি শর্তারোপ করা হয়েছে। আর সেটি হলো গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। বৃহস্পতিবার হামাসের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আমরা আজ আমাদের মধ্যস্থতাকারীদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। গাজায় দখলদার ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে আমরা পূণাঙ্গ চুক্তিতে রাজি আছি। এ চুক্তির মধ্যে জিম্মিদের মুক্তির বিষয়টিও অন্তর্ভূক্ত থাকবে।

গোষ্ঠীটি জানিয়েছে, আমরা আগের আলোচনাগুলোতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখেছি। এরই অংশ হিসেবে কাতার ও মিসরের মধ্যস্থতায় ৬ মে যুদ্ধবিরতির প্রস্তাবে স্বাগত জানিয়েছিলাম। তবে আমাদের এ ইতিবাচক বিষয়টি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। এরপর ৭ মে থেকে রাফাহ শহরে তারা হামলা শুরু করেছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাফাহ শহরে অভিযান চালিয়েছে ইসরায়েল। এ অভিযানে সম্প্রতি শরণার্থী শিবিরের ২৩ শিশু, নারী ও বৃদ্ধসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন।

আলজাজিরা জানায়, রাফাহর তাল আস-সুলতানে জাতিসংঘ মিশন ইউএন-আর-ডব্লিউ-এর লজিস্টিক স্পেসের পাশে অস্থায়ী তাঁবু বানিয়েছিল ফিলিস্তিনিরা। তাদের বিশ্বাস ছিল, সেখানে থাকলে নিরাপদে থাকবেন। কিন্তু জনাকীর্ণ ওই স্থানে ৮টি শক্তিশালী বিস্ফোরক দিয়ে বিমান হামলা চালায় ইসরায়েল। প্লাস্টিক ও কাপড়ের তৈরি তাঁবু হওয়ায় হামলার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

ইসরায়েলি বাহিনী হামলার পর বিবৃতিতে জানায়, ‘নিখুঁত বিমান হামলায়’ হামাসের দুই সিনিয়র নেতা নিহত হয়েছেন। নিহত এই দুজনের মধ্যে পশ্চিম তীরে হামাসের চিফ অব স্টাফ ইয়াসিন রাবিয়াও রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, আরেকটি বিবৃতিতে বেসামরিক নাগরিকরা ‘ক্ষতিগ্রস্ত’ হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত

সামরিক অভিযানে গাজায় ৪৩১ ইসরায়েলি সেনা নিহত 

এরদোয়ানের সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপ

চীনের পরমাণু অস্ত্র নিয়ে উত্তেজনা

ইসরায়েলের চতুর্থ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ইসরাইলের বিভিন্ন শহরে হামলা শুরু করেছে ইরান

ইরানে অস্ত্র ভরা বিমান পাঠিয়েছে চীন

‘আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে’

ইসরায়েলে সবচেয়ে বড় হামলার প্রস্তুতি ইরানের

আবাসিক হোটেলে ‘সাংবাদিক’ সেজে অভিযান চালানো সেই হান্নান আটক

১০

সাভারে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারী আটক

১১

সিলেটের ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

১২

দাম বৃদ্ধির প্রতিবাদ / স্থানীয় ও বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলো চায়ের নিলাম বর্জন

১৩

তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান

১৪

এবার ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

প্রবাসীদের স্বপ্নগুলো কী অধরাই থেকে যাবে?

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত শতাধিক

১৭

কাঠমান্ডু ডিক্লারেশন / মাতৃভাষায় সাংবাদিকতা বিস্তারে ভূমিকা রাখতে সার্ক দেশগুলোর প্রতি আহ্বান

১৮

একের পর এক টেলিকম কর্মী অপহরণ, সরকারের হস্তক্ষেপ কামনা

১৯

নতুন ‘সুইসাইড ড্রোন’ উন্মোচন ইরানের

২০
X