কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৬:১৯ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অলিম্পিকের মঞ্চেই ফরাসি গণহত্যার অভিনব প্রতিবাদ আলজেরিয়ার

প্যারিস অলিম্পিকের উদ্বোধনীতে আলজেরিয়ান অ্যাথলেটরা। ছবি : সংগৃহীত
প্যারিস অলিম্পিকের উদ্বোধনীতে আলজেরিয়ান অ্যাথলেটরা। ছবি : সংগৃহীত

বর্ণিল ও ব্যতিক্রমী আয়োজনে পর্দা উঠল প্যারিস অলিম্পিকের। ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে স্টেডিয়ামের বাইরে। সিন নদীর মাঝে জাতীয় পতাকা নিয়ে অলিম্পিকের মার্চপাস্টে অংশ নেন অংশগ্রহণকারী সবগুলো দেশের অ্যাথলেটরা। আর সেখানেই ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছেন আলজেরিয়ান অ্যাথলেটরা।

১৯৬১ সালে এই সিন নদীতেই আলজেরিয়ার মানুষকে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। আর সে নদীতেই লাল গোলাপ ছুড়ে মৃতদের প্রতি সম্মান প্রদর্শন করেন আলজেরিয়ার অলিম্পিক দল।

গতকাল আফ্রিকান অ্যাথলেটদের বোট ভাগাভাগি করে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, আলবেনিয়া ও জার্মানি থেকে ২০২৪ অলিম্পিকে অংশ নেওয়া প্রতিনিধিরা। সে বোট থেকেই গোলাপ ছুড়ে মারা হয় ফ্রান্সের সিন নদীতে। এভাবেই ঔপনিবেশিক আমলে ফ্রান্স যে গণহত্যা চালিয়েছিল তার প্রতিবাদ জানানো হয়।

নদীতে গোলাপ ফুল ফেলার পরে আলজেরিয়ার অলিম্পিক্স দলের এক সদস্য আরবিতে বলে ওঠেন, ১৯৬১ সালের ১৭ অক্টোবরের শহীদদের শ্রদ্ধা প্রদানের জন্য এ কাজটা করা হলো। লং লিভ আলজেরিয়া।

১৩২ বছর ফরাসি শাসনের অধীনে ছিল আলজেরিয়া। পরবর্তীতে ১৯৬২ সালে স্বাধীনতা লাভ করে তারা। স্বাধীনতা লাভের ঠিক আগে ১৯৬১ সালের ১৭ অক্টোবর প্যারিসে ঘটে ভয়াবহ গণহত্যা। সেদিন সিন নদীতে আলজেরিয়ার মানুষকে ডুবিয়ে হত্যা করে ঔপনিবেশিক ফ্রান্স শাসকরা।

আল-জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী, আলজেরিয়ার মুসলিম কর্মী ও আলজেরিয়ান ফরাসি মুসলিমদের টার্গেট করে যে কারফিউ চালু হয়েছিল, সেটার বিরুদ্ধেই বিক্ষোভ শুরু হয়েছিল। সে বিক্ষোভে কমপক্ষে ১২০ আলজেরিয়ানের মৃত্যু হয়। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছিল ১২ হাজারের বেশি বিক্ষোভকারীকে।

অনেক বিক্ষোভকারীকে আহত ও হত্যা করে সিন নদীর ঠাণ্ডা পানিতে ফেলে দেওয়া হয়। এ গণহত্যায় তিন শতাধিক মানুষ নিহত হন বলে দাবি করা হয় বিভিন্ন প্রতিবেদনে।

সে ঘটনার বিষয়ে ফরাসি সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সাম্প্রতিক সময়ে সেটিকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী– যেকোনো ধরনের রাজনৈতিক বার্তা প্রদান বা প্রদর্শন ততক্ষণ পর্যন্ত বৈধ থাকবে, যতক্ষণ তা হবে শান্তিপূর্ণ। আলজেরিয়ান অলিম্পিক দল শান্তিপূর্ণভাবেই সম্মান জানান তাদের শহীদদের।

এ বিষয়ে আলজেরিয়ান অলিম্পিক কমিটি এক বার্তায় জানিয়েছে, আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে অলিম্পিকের উদ্বোধনীতে সিন নদীতে আলজেরিয়ার প্রতিনিধি ফুল নিক্ষেপ করেছে। বিশেষ করে সেই ব্রিজ থেকে আমরা তাদের স্মরণ করেছি যেখানে তারা শহীদ হয়েছিল, সৃষ্টিকর্তা তাদের ক্ষমা করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিসিএলের তিনকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

প্রথমবারের মতো নারী ক্রিকেট দল গঠন করেই চ্যাম্পিয়ন চবি

শেরাটনে জড়ো হচ্ছে ৬ দলের ক্রিকেটাররা, দুপুর ১টায় সংবাদ সম্মেলন

সেই পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে বিসিবি

১০

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

১১

ভাতে মারার চেষ্টা করা হয়েছে: অভিষেক

১২

নির্বাচনী ব্যয় বড় আকারে বাড়ছে

১৩

নাজমুল পদত্যাগ না করায় হোটেলেই ক্রিকেটাররা, প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা

১৪

লুটপাটের সময় ২ ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা

১৫

রাবিতে ছুটি নিতে ১৭ দপ্তরে ধর্ণা, ভোগান্তিতে শিক্ষক-কর্মকর্তারা

১৬

ইন্ডাস্ট্রির নায়করা নিরাপত্তাহীনতায় ভোগেন: ইমরান হাশমি

১৭

রশিদদের বিদেশি লিগ খেলায় লাগাম টানছে আফগান বোর্ড

১৮

মেকআপ করলে সমস্যা, না করলেও সমস্যা!: হিমি

১৯

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

২০
X