রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের, তীব্র উত্তেজনা

পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের, তীব্র উত্তেজনা
মুষ্টিবদ্ধ হাতে আঁকা আফগানিস্তান ও পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পাকতিকার বারমাল এলাকায় পাকিস্তানি বিমান হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

তারা আরও জোর দিয়ে বলেছে, আফগানিস্তানের মাটি ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের ন্যায্য অধিকার। ওয়াজিরিস্তানের উদ্বাস্তুদের লক্ষ্য করে চালানো এই হামলার জন্য পাকিস্তানকে দায় নিতে হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলার পর ওই প্রতিক্রিয়া জানায় মন্ত্রণালয়। এ ঘটনায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই অঞ্চলে ঘাঁটি গেড়ে থাকা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া দেখানোর শঙ্কা থেকে যাচ্ছে।

পাকিস্তানি কর্মকর্তারা এখনো কয়েক ঘণ্টা আগে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে পাকিস্তানি সেনাবাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্র সাংবাদিকদের জানিয়েছে, বিমান হামলা সীমান্তে পাকিস্তানি তালেবানের আস্তানাকে লক্ষ্য করে করা হয়েছে। কারণ, তালেবানরা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। আফগান তালেবানরা ওই জঙ্গিদের হামলা ঠেকাতে তাদের সহযোগিতা করছে না। বরং, আফগানিস্তানের ভূমি ব্যবহার করার সুযোগ দিয়ে পাকিস্তানের সীমান্ত অশান্ত করে তুলেছে।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারজমি পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি অস্বীকার করেছেন। এক্স-বার্তায় তিনি বলেন, বেসামরিক মানুষদের ওপর হামলা হয়েছে। যাদের বেশিরভাগ ওয়াজিরিস্তানি উদ্বাস্তু। তারাই বিমান হামলায় নিহত হয়েছেন।

যদিও কোনো সঠিক হতাহতের পরিসংখ্যান দেননি তিনি। তবে খোয়ারজমি বলেছেন, হামলায় বেশ কয়েকজন শিশু এবং অন্যান্য বেসামরিক ব্যক্তি শহীদ ও আহত হয়েছেন।

অপরদিকে পৃথক সূত্র বলছে, পাকিস্তানের হামলায় ধ্বংস হয়ে গেছে আফগানিস্তানের একটি নিভৃত গ্রাম। সেই গ্রামের নারী-শিশুসহ অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বেশি।

আফগান সংবাদমাধ্যম দ্য খামা প্রেস নিউজ এজেন্সি স্থানীয় সূত্রের বরাতে ওই তথ্য জানিয়েছে। এসব দাবি একতরফা। কারণ, পাকিস্তান এখনো কোনো মন্তব্য করেনি।

খামা প্রেস বলেছে, পাকতিকা থেকে পাওয়া প্রতিবেদনগুলো ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়। এ প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি বিমান হামলার পরে ধ্বংসস্তূপ থেকে নারী ও শিশুসহ ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হামলায় একটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বিমান হামলা করা হয়। বারমাল জেলার অন্তত সাতটি গ্রামে মুহুর্মুহু ফেলা হয় বোমা। এর মধ্যে লামন গ্রামে নারী ও শিশুসহ এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। অপরদিকে প্রদেশের বারমাল জেলার মুর্গ বাজার এলাকায় একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেখানকার ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানি যুদ্ধবিমান।

সর্বশেষ খবর অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন। তাদের সঙ্গে স্থানীয় সাধারণ মানুষ যোগ দিয়েছেন। তারা বলছেন, পাকিস্তান থেকে যুদ্ধবিমান আসতে তারা দেখেছেন। কিছু বুঝে উঠার আগেই বোমা ফেলা শুরু হয়। বিস্ফোরণে কেঁপে উঠে শান্ত গ্রামগুলো। যে পরিমাণ বোমার বর্ণনা তারা দিচ্ছেন তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১০

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১১

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১২

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৩

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১৪

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

১৫

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

১৬

‘দেশের অগ্রযাত্রায় প্রবাসী তরুণদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করতে হবে’

১৭

বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

১৮

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

১৯

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

২০
X