পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ১০ মে’র ঘটনায় পাকিস্তান ভারতের আঞ্চলিক সুপার পাওয়ার (পরাশক্তি) হওয়ার ‘মিথ’ ভেঙে দিয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) কামরা এয়ারবেসে পাকিস্তান বিমান বাহিনীর পাইলটদের উদ্দেশে ভাষণে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী জানান, ভারত বহু বছর ধরে কোটি কোটি ডলার খরচ করে নিজেদের আঞ্চলিক পরাশক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু পাকিস্তান কৌশলী ও দৃঢ় জবাব দিয়ে সেই অহংকারকে চূর্ণ করেছে।
শেহবাজ বলেন, আজ (বৃহস্পতিবার) আমি এয়ারবেসে যে ব্রিফিং পেয়েছি, তাতে জানানো হয়েছে—পাকিস্তান পাঁচটি নয়, ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে তিনটি রাফাল জেট।
তিনি আরও বলেন, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান সংযম দেখিয়েছে, কিন্তু সুনির্দিষ্ট ও চিন্তাভাবনা করে শত্রুর সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
প্রধানমন্ত্রী আশ্বাস দেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কখনো পিছপা হবে না।
মন্তব্য করুন