পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সামরিক বিজয়ের পর এখন পাকিস্তানের লক্ষ্য হওয়া উচিত অর্থনৈতিক উন্নয়ন। তিনি দেশের সশস্ত্র বাহিনীকে সাহসিকতা ও বীরত্বের জন্য অভিনন্দন এবং জাতিকে ঐক্যবদ্ধ হয়ে অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করার আহ্বান জানান।
নিজ নির্বাচনী এলাকায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান জেনারেল হাফিজ সৈয়দ আসিম মুনীর ও পুরো সামরিক বাহিনীকে অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘আমাদের এখন অর্থনৈতিক ফ্রন্টেও শত্রুকে পরাজিত করতে হবে’—এবং তা সম্ভব জাতীয় ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে।
তারার আরও বলেন,
দেশকে যেভাবে প্রতিরক্ষার ক্ষেত্রে একজোট হয়ে সফলতা এনে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ঐক্য এবং সংকল্প নিয়ে আমাদের অর্থনৈতিক খাতেও পুনর্জাগরণ ঘটাতে হবে।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার চীন সফরে যাচ্ছেন। সফরকালে দুই দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও দক্ষিণ এশিয়ার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা করবে।
এ ছাড়া পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে বিশেষভাবে ভারতের সাথে সংঘর্ষের পর নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক বাণিজ্য উন্নয়নের বিষয়ে আলোচনা করা হবে। পাকিস্তান, চীন ও আফগানিস্তান তিনটি দেশই ভারত সীমান্তের নিকটে অবস্থিত। তাই তাদের মধ্যে কোনো ঐক্য ভারতের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হতে পারে।
জিও নিউজ, টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য করুন