কূটনৈতিক মর্যাদার অপব্যবহারের অভিযোগে নয়াদিল্লিতে নিযুক্ত এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর পিটিআইয়ের।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বহিষ্কৃত ব্যক্তি এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী গ্রহণযোগ্য নয়। যদিও তার নাম প্রকাশ করা হয়নি, তবে সূত্র বলছে তিনি হাইকমিশনের একটি গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত ছিলেন।
এ নিয়ে গত আট দিনে দ্বিতীয়বার পাকিস্তানি কূটনীতিক বহিষ্কৃত হলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ওই কর্মকর্তা স্পর্শকাতর তথ্য সংগ্রহ এবং সন্দেহজনক যোগাযোগে লিপ্ত ছিলেন।
বিশ্লেষকরা বলছেন, এ ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে।
মন্তব্য করুন