কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৭:৪৬ এএম
আপডেট : ১৯ মে ২০২৫, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ
বুনিয়ান-উম-মারসুস

বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করল পাকিস্তান

এফ-১৬। ছবি : সংগৃহীত
এফ-১৬। ছবি : সংগৃহীত

‘অপারেশন বুনিয়ান-উম-মারসুসের’ সফলতা তুলে ধরে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তান সরকার। প্রতিবেদনে ভারতের বিরুদ্ধে ‘অপ্রতিরোধ্য প্রমাণ’ উপস্থাপন করা হয়েছে।

এ প্রতিবেদনে স্যাটেলাইট চিত্র, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট ও অন্যান্য তথ্যপ্রমাণ সংযুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে সংঘটিত হামলাটি ছিল ভারতের সাজানো নাটক বা ‘ফলস ফ্লাগ অপারেশন’। হামলার ঘটনার মাত্র ১০ মিনিটের মধ্যেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে, যা থেকে বোঝা যায় যে কোনো পূর্ণাঙ্গ তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। পাকিস্তান প্রস্তাব দিয়েছিল, একটি যৌথ তদন্ত নিরপেক্ষ আন্তর্জাতিক তত্ত্বাবধানে পরিচালিত হোক, কিন্তু ভারত সে প্রস্তাব প্রত্যাখ্যান করে।

হামলাকে অজুহাত বানিয়ে ভারত পাকিস্তানের ভেতরে মুরিদকে, বাহাওয়ালপুর ও মুজাফ্‌ফরাবাদে হামলা চালায়, যেখানে বহু বেসামরিক নাগরিক নিহত হন এবং ধর্মীয় স্থানগুলোও ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তান এ আক্রমণের জবাবে সীমিত পরিসরে ‘নির্ভুল ও কঠোর’ সামরিক প্রতিক্রিয়া জানায়, যা শুধু ভারতীয় সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্য করে পরিচালিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ভারতের একাধিক সামরিক ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেছে—যেমন যুদ্ধবিমান ভূপাতিত করা, এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস ও ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্রগুলোতে হামলা। এ ছাড়া দাবি করা হয়েছে, ভারত ড্রোনের মাধ্যমে সীমান্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং অতীতেও বহুবার এ ধরনের মিথ্যা হামলার নাটক করেছে।

পেহেলগামে যেখানে হামলা হয়েছে, সেটি পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে হলেও ভারতীয় সংবাদমাধ্যম দ্রুত পাকিস্তানকে দোষারোপ করে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম সেই দাবিকে যাচাই করে এবং ভারতীয় মন্তব্যের অসঙ্গতিগুলো প্রকাশ করে।

প্রতিবেদনের শেষে পাকিস্তান জানায়, তারা শান্তির পক্ষে এবং উত্তেজনা চায় না, তবে দেশটির ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত।

উল্লেখ্য, পাকিস্তানের সামরিক অভিযানের এই নাম নেওয়া নেওয়া হয়েছে ইসলামের পবিত্রগ্রন্থ কোরআন থেকে। ‘বুনিয়ান-উম-মারসুস’ শব্দবন্ধের অর্থ ‘গলিত সীসা দিয়ে নির্মিত অভেদ্য প্রাচীর’, যা শক্তি, সংহতি ও দৃঢ়তার প্রতীক।

জিও নিউজ, এপিপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফারিয়ার গ্রেফতার নিয়ে যা বললেন আশফাক নিপুন

পিএসএলে খেলার অনাপত্তিপত্র চাইলেন মিরাজ

ভারতের ফেক ন্যারেটিভের বিপরীতে ‘কূটনীতিতে পাকিস্তানের জয় হয়েছে’

পাকিস্তানের পাল্টা হামলায় ভারত হারাল ১০ হাজারের বেশি ঘরবাড়ি

‘বিচারকদের অবমাননার সঙ্গে অ্যাসোসিয়েশন আর কোনো আপস করবে না’

উত্তরা ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের 'অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫' অনুষ্ঠিত

ব্লকেডের আওতায় গুলিস্তান, বন্ধ যান চলাচল

১৪ দলীয় জোটের দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

মায়ামিতে থাকার ব্যাপারে জানেন না মেসি

আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে : ফারুকী

১০

নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে : রাশেদ 

১১

দুই ঘণ্টার মধ্যেই ‘ভারতের কান্না পৌঁছে গিয়েছিল ওয়াশিংটনে’

১২

ব্লকেডে আটকা নগরভবন, বন্ধ সেবা কার্যক্রম

১৩

কাঠগড়ায় মলিন মুখে চুপচাপ ছিলেন নুসরাত ফারিয়া

১৪

আবারও বড় পরাজয়ের মুখে মেসির মায়ামি

১৫

ফারিয়ার পাশে দাঁড়ালেন বাঁধন

১৬

নুসরাত ফারিয়া কারাগারে

১৭

ঝিনাইদহে সংঘর্ষে আহত ২ শতাধিক

১৮

আদালতে নুসরাত ফারিয়া

১৯

বদলে দেওয়া ইরাকি এক ‘নারীবাদীর’ গল্প

২০
X