কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে বোমা হামলা, নিহত ৫২

শুক্রবারের বোমা হামলায় হতাহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
শুক্রবারের বোমা হামলায় হতাহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রদেশের মাস্তুং জেলার একটি মসজিদের কাছে এ বোমা হামলার ঘটনা ঘটে। জেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রাজ্জাক শাহি ডন ডটকমকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শহীদ নবাব ঘোষ বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সাঈদ মিরওয়ানি দ্য ডন ডটকমকে বলেছিলেন, এ ঘটনায় ৩৪ জন নিহত এবং ১৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছে বলেও জানিয়েছে সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি।

ডা. সাঈদ বলেন, তাদের হাসপাতালে এখন পর্যন্ত ২৮ জনের মরদেহ আনা হয়েছে। বাকি ছয়জনকে মাস্তুং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, কয়েক ডজন মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ২০ জনের বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা সহায়তার জন্য কোয়েটায় পাঠানো হয়েছে। মরদেহ ও আহত ব্যক্তিদের সরানোর প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে।

তার আগে মাস্তুংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তাহুল মুনিম জানিয়েছিলেন, এ বোমা হামলায় ১৫ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছে।

তিনি জানান, আলফালাহ রোডের মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে একটি মিছিলের আয়োজন করা হয়। সে মিছিলে যোগ দিতে মানুষ জড়ো হলে সেখানে এ বোমা বিস্ফোরণ ঘটে।

পাকিস্তানি এই কর্মকর্তা আরও বলেন, উপপুলিশ কমিশনার (ডিএসপি) নওয়াজ গিশকোরির গাড়িতে এ বিস্ফোরণ ঘটে। ওই সময় তিনি ঘটনাস্থলেই পাশেই ছিলেন।

বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেছেন, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে। প্রদেশের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তিনি বলেন, বিদেশি মদদে শত্রুরা বেলুচিস্তানে ধর্মীয় সহনশীলতা ও শান্তি বিনষ্ট করতে চায়। বোমা হামলার ঘটনা সহ্য করা হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী আলি মর্দান দোমকি বোমা হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে চলিতি মাসের শুরুতে একই জেলায় বোমা হামলায় উলেমা-ই-ইসলাম-ফজলের নেতা হাফিজ হামদুল্লাহসহ অন্তত ১১ জন আহত হয়েছিলেন। এ ঘটনার এক সপ্তাহ আগে এক বাসস্ট্যান্ডে অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে এক সরকারি কর্মকর্তা নিহত হন এবং পাশ দিয়ে যাওয়া আরও দুজন পথটারী আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ভার্ডে মির্জা গালিবের নিয়োগ নিয়ে যা জানা গেল

কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনা, চিকিৎসাধীন একজনের মৃত্যু

শিক্ষার বিস্তারে হাওরে শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করা হবে : মাহবুবুর রহমান

গ্রেপ্তারের সময় পুলিশকে যা দেখাতে হবে

এবার পদ্মা সেতু ব্লকেডের হুঁশিয়ারি

চাকসু নির্বাচন / ছুটির পর প্রচারে জমজমাট চবি ক্যাম্পাস

তিস্তার পাড়ে রেড অ্যালার্ট

ডেঙ্গু পরীক্ষা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধ

ঐকমত্য কমিশনের বৈঠক / সংসদ নির্বাচনে আলাদা ব্যালট রাখার কথা বলেছে বিএনপি

মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

১০

‘সাধারণ মানুষের প্রত্যাশা ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে বিএনপি’

১১

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলায় সিইউজের নিন্দা

১২

কুর্দিস্তানে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে

১৩

হোয়াইটওয়াশ করার মিশনে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

১৪

ভারত-পাকিস্তান ম্যাচে পোকামাকড়ের উপদ্রব!

১৫

৫৮ বছরে সন্তানের বাবা হলেন আরবাজ খান

১৬

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১১০ ধারা প্রয়োগ করা হবে : ঢাকা জেলা প্রশাসক

১৭

একতা থাকলে ক্লিন গ্রিন হেলদি সিটি গড়া সম্ভব : চসিক মেয়র

১৮

ধানমন্ডিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

১৯

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা উপদেষ্টার বার্তা

২০
X