কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন স্বাস্থ্য বিভাগে রদবদল, চাকরি হারাচ্ছেন ১০ হাজার কর্মী

যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

মার্কিন স্বাস্থ্য বিভাগে বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। এতে আরও ১০ হাজার কর্মী চাকরি হারাতে যাচ্ছেন। ট্রাম্প প্রশাসনের ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এ পদেক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার ( ২৮ মার্চ) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয় (এইচএইচএস) ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে। বিভাগে মোট ৮২ হাজার কর্মী রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এই পদক্ষেপটি সরকারি কার্যক্রমকে সহজতর করার অংশ হিসেবে তুলে ধরেছেন, তবে এটি প্রশাসনের এজেন্ডার বিরুদ্ধে অভ্যন্তরীণ প্রতিরোধের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ছাঁটাই ও পূর্ববর্তী কাঠামোগত পরিবর্তনের ফলে এইচএইচএস প্রায় ২০ হাজার কর্মী হারাবে। কেনেডি বলেছেন, মন্ত্রণালয় তাদের আঞ্চলিক অফিসগুলোর অর্ধেক বন্ধ করবে এবং একটি নতুন সংস্থা অ্যাডমিনিস্ট্রেশন ফর এ হেলদি আমেরিকা ( এএইচএ) তৈরি করবে।

কেনেডি বৃহস্পতিবার বলেন, আমরা শুধু ব্যুরোক্রেটিক কর্মকাণ্ড কমাচ্ছি না, আমরা সংস্থাটির কাঠামো এবং আমাদের নতুন অগ্রাধিকারগুলো, যেমন দীর্ঘমেয়াদি রোগের মহামারি মোকাবিলায়, তার সঙ্গে সংযুক্ত করছি।

এই পদক্ষেপের প্রতি সমালোচনা জানিয়ে, সাবেক সিএমএস প্রশাসক চিকুইটা ব্রুকস-লাশিউর বলেন, স্বাস্থ্য সংস্থাগুলোর যেকোনো ধরনের ছাঁটাই খুব যত্নসহকারে এবং সেই সব মানুষের প্রতি সজাগ দৃষ্টি রেখে করা উচিত।

এদিকে, হেলথ এজেন্সির বিভিন্ন বিভাগে কর্মী ছাঁটাইয়ের পর, অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, যেমন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) থেকে ৩৫০০ জন কর্মী এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) থেকে ২,৪০০ কর্মী ছাঁটাই হবে। এ ছাড়া এনআইএইচ তাদের ২৭টি ইনস্টিটিউট এবং সেন্টার থেকে ১২০০ কর্মী হারাবে।

ডেমোক্রেটিক সিনেটর প্যাটি মারে বলেন, আমরা আমাদের স্বাস্থ্য সংস্থাগুলোর কাছ থেকে উদ্বিগ্ন কল পাচ্ছি যে কোন তহবিল ছেঁটে ফেলা হবে। তিনি এই সিদ্ধান্তটিকে একটি অবৈধ তহবিল ঠেকানো হিসেবে আখ্যা দিয়েছেন।

এদিকে উপভোক্তা অধিকার গ্রুপ পাবলিক সিটিজেন সতর্ক করেছে যে, এফডিএতে ছাঁটাইয়ের ফলে আরও নিরাপদ ওষুধ এবং চিকিৎসা যন্ত্র বিক্রি হতে পারে এবং এটি ব্যাপকভাবে জনস্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভূ-রাজনৈতিক চাপ অনুভব করছি না : চীনা রাষ্ট্রদূত

‘হ্যাঁ’ ভোট দেওয়ার গুরুত্বের কথা জানালেন প্রধান উপদেষ্টা

ইসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

‘নদী বাঁধের ওপর গলা কাটা যুবক, অঝোরে ঝরছে রক্ত’ 

সুড়ঙ্গ খুঁড়ে বের হচ্ছেন বাসিন্দারা, তুষারপাতে বিপর্যস্ত রাশিয়া

নিরাপত্তার কারণেই কাচের রুমে সৈকত!

৫০ দিনে হাফেজ হলেন ১০ বছরের আব্দুর রহমান

বর্ষসেরা টি-টোয়েন্টি দলে বাংলাদেশের একজন

অজুর পর প্রস্রাবের ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন

আসিফ মাহমুদের বিচার বাংলার মাটিতেই হবে : নাছির

১০

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আসিফ-নাহিদ

১১

মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা 

১২

বগুড়া-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

১৩

রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নগর সরকার অন্তর্ভুক্ত করার প্রস্তাব 

১৪

পার্লামেন্ট ভেঙে নির্বাচনের ঘোষণা জাপানের

১৫

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে ‘চাঞ্চল্যকর’ তথ্য

১৬

নির্বাচনী দায়িত্বে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, থাকছে সিসিটিভি-বডি ক্যামেরা

১৭

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

১৮

ভারতে না খেলে বিপিএলে!

১৯

খালেদা জিয়ার বার্তা জাতিকে ঐক্যের পথে ডাকে : জোনায়েদ সাকি

২০
X