যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১০০ জন। অঙ্গরাজ্যটির পেরিটন শহরে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এ টর্নেডো আঘাত হানে। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
পেরিটন ফায়ার সার্ভিসের প্রধান পল ডাচার সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছেন, আহতদের মধ্যে অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপ থেকে মানুষদের উদ্ধারে কাজ চলছে।
টেক্সাসের আমারিলো জাতীয় আবহাওয়া বিভাগের আবহাওয়াবিদ লুইগি মেকারিয়েলো জানিয়েছেন, বাতাসের গতিবেগ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ টর্নেডোর প্রভাবে টেক্সাস এবং ওকলাহোমায় প্রায় ৫০ হাজার মানুষ বিদ্যুৎহীন রয়েছেন বলে জানিয়েছে পাওয়ার আউটেজ ডট আস ওয়েবসাইট।
পেরিটনের অচিলট্রি জেনারেল হাসপাতালের সিইও কেলি জুডিস বলেছেন, ‘আমরা ৫০ থেকে ১০০ জন রোগীকে দেখেছি। এর মধ্যে গুরুতর অবস্থায় প্রায় ১০ জনকে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
মন্তব্য করুন