কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধীদের সহায়তা করলে মাস্কের ‘গুরুতর পরিণতির’ হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ধনকুবের ইলন মাস্ক যদি ডেমোক্র্যাটদের আর্থিক সহায়তা দেন, তবে তাকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

স্থানীয় সময় শনিবার (৭ জুন) এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি তিনি এটা করেন, তাহলে তাকে খুব গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। তবে সেই পরিণতি কী হতে পারে, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে অস্বীকৃতি জানান তিনি।

রোববার (৮ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি রিপাবলিকান বাজেট পরিকল্পনার বিরোধিতা করায় ট্রাম্প-মাস্ক সম্পর্কের টানাপড়েন প্রকাশ্যে আসে। বাজেট পরিকল্পনায় ঘাটতির আশঙ্কা থাকায় মাস্ক তা নিয়ে প্রকাশ্যে আপত্তি জানান। এ নিয়েই উত্তেজনা চূড়ান্তে পৌঁছায়।

ট্রাম্প জানান, মাস্কের সঙ্গে সম্পর্ক মেরামতের কোনো ইচ্ছা তার নেই। সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, ‘না।’ সম্পর্ক শেষ হয়েছে কি না- এই প্রশ্নে তিনি বলেন, ‘আমার ধারণা, হ্যাঁ।’

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্কের সঙ্গে যোগাযোগের আগ্রহ নেই বলেও জানান ট্রাম্প। তার ভাষায়, আমি তাকে ফোন করার কোনো পরিকল্পনাই করিনি। আমি অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত।

ট্রাম্প আরও বলেন, সে প্রেসিডেন্টের অফিসকে অসম্মান করছে। এটা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত। প্রেসিডেন্টের কার্যালয়কে আপনি এমনভাবে অসম্মান করতে পারেন না।

এর আগে বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার)-এ একাধিক পোস্টে ট্রাম্পকে উদ্দেশ করে মন্তব্য করেন ইলন মাস্ক। তার মধ্যে একটি পোস্টে প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের অতীত সম্পর্কের ইঙ্গিতও ছিল, যা পরে তিনি মুছে ফেলেন।

এই বিষয়ে ট্রাম্প বলেন, ওটা পুরোনো খবর। এটা বহু বছর ধরেই আলোচিত। এমনকি এপস্টেইনের আইনজীবীও বলেছে, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।

ট্রাম্প ও মাস্কের এই প্রকাশ্য বিরোধ কংগ্রেসেও প্রতিফলিত হয়েছে। রাজনৈতিক অস্থিরতা যেমন বেড়েছে, তেমনি টেসলার শেয়ারমূল্যেও এর প্রভাব পড়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সব মিলিয়ে, ট্রাম্পের হুঁশিয়ারি স্পষ্ট- বিরোধীদের পাশে দাঁড়ালে মাস্ককে চরমমূল্য দিতে হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের খোঁজে দুদক

১৮০ টাকার জন্য পরীক্ষা দিতে দিলেন না প্রধান শিক্ষক

৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

ভুলেও প্রেসার কুকারে রান্না করবেন না যে ৫ খাবার

আলো-অন্ধকারের দার্শনিক জহির রায়হানের জন্মবার্ষিকীতে গভীর অভিবাদন

‘ত্রাণ নয়, রাস্তা চাই’

১০

‘ডাকসুকে ব্যবহার করে বড় নেতা হয়েছেন, শিক্ষার্থীদের উন্নয়ন হয়নি’

১১

প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে স্যুট পরে হাজির জেলেনস্কি

১২

এনসিপি থেকে বহিষ্কার হয়ে মাহিনের ‘বিস্ফোরক’ মন্তব্য

১৩

বেরোবিতে তৃতীয় দিনেও অনশন চলছে, গঠনতন্ত্র চূড়ান্তে ইউজিসির সভা বৃহস্পতিবার

১৪

মাটির নিচে মিলল পিস্তল-গুলি

১৫

জুলাই গণহত্যার আসামির জামিন বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য

১৬

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া-আসা করলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়?

১৭

হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দিলেন মার্কিন বিমানবাহিনীর প্রধান

১৮

ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

১৯

ভারতীয়রা কেন অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করে?

২০
X