কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভের ব্যাপক প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের হাজারো স্থানে ট্রাম্পের নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ হবে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হাজারো স্থানে ট্রাম্পের নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ হবে। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের হাজারো স্থানে ট্রাম্পের নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ হবে। এ খবর জানিয়েছে আল জাজিরা

‘নো কিংস’ নামে এই বিক্ষোভ এমন এক সময় হচ্ছে, যখন ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ট্রাম্পের ৭৯তম জন্মদিন উদযাপিত হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের একাধিক শহরে অভিবাসী গ্রেপ্তারের প্রতিবাদে কয়েক দিন ধরে চলা বিক্ষোভের পর বড় পরিসরে এই বিক্ষোভের পরিকল্পনা করা হয়।

‘নো কিংস’ বিক্ষোভ কী

নো কিংস বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা করা বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা ট্রাম্প প্রশাসনের বিরোধিতা করছেন।

আয়োজকদের ওয়েবসাইটে বলা হয়েছে, এই প্রশাসন ‘আমাদের আদালত উপেক্ষা করেছে, আমেরিকানদের দেশ থেকে বের করে দিয়েছে, মানুষকে রাস্তায় থেকে গুম করছে, আমাদের নাগরিক অধিকারগুলোর ওপর আঘাত হেনেছে এবং সরকারি সেবাগুলো বন্ধ করে দিয়েছে।’

ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে তার প্রশাসন অভিবাসীদের বিদেশি কারাগারে পাঠিয়েছে, অভিবাসন গ্রেপ্তারে কোটা নির্ধারণ করেছে, আদালতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে, সরকারি চাকরি সীমিত করেছে এবং সামাজিক সেবা খাতে বাজেট কাটছাঁটের প্রস্তাব দিয়েছে।

ওয়েবসাইটে এই বিক্ষোভকে ‘জাতীয় প্রতিবাদ দিবস’ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিক্ষোভের নামটি নির্বাচন করা হয়েছে একনায়কতান্ত্রিক শাসনের বিরোধিতা থেকে।

ওয়েবসাইটে আরও বলা হয়, ‘দুর্নীতি মাত্রা ছাড়িয়ে গেছে। কোনো সিংহাসন নয়, কোনো মুকুট নয়, কোনো রাজা নয়।’

‘নো কিংস’ বিক্ষোভ কোথায় অনুষ্ঠিত হবে

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের সব অর্থাৎ ৫০টি অঙ্গরাজ্যের দুই হাজারেরও বেশি শহর ও ছোট শহরে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া মেক্সিকো, অস্ট্রেলিয়া, মালাউই এবং কয়েকটি ইউরোপীয় দেশেও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

বিক্ষোভকারীরা পার্ক, কমিউনিটি সেন্টার এবং জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন জায়গায় জড়ো হওয়ার পরিকল্পনা করছেন।

ফিলাডেলফিয়া, শার্লট, আটলান্টা, হিউস্টন, শিকাগো এবং নিউইয়র্কে বড় ধরনের সমাবেশের আয়োজন করা হয়েছে। তবে আয়োজকরা ইচ্ছাকৃতভাবে ওয়াশিংটন ডিসিকে বিক্ষোভের স্থান থেকে বাদ দিয়েছেন এবং সেখানে কোনো বিক্ষোভ অনুষ্ঠিত হবে না।

তারা ওয়েবসাইটে এর ব্যাখ্যায় লিখেছেন, ‘এই জন্মদিনের প্যারেডকে যেন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে না রাখা হয়, সে জন্য আমরা অন্য সব জায়গায় পদক্ষেপ নেব। আমেরিকার গল্প হবে সেই দিন দেশের বিভিন্ন প্রান্তে মানুষের একত্রিত হয়ে কর্তৃত্ববাদী রাজনীতি ও দুর্নীতিকে প্রত্যাখ্যান করার।’

এই বিক্ষোভের আয়োজন করেছে একটি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক আন্দোলন, যার নাম ৫০৫০১। যার অর্থ౼ ‘৫০টি অঙ্গরাজ্য, ৫০টি বিক্ষোভ, একটি আন্দোলন।’

বিক্ষোভ কখন শুরু হবে

বিক্ষোভ শুরুর সময় স্থানভেদে ভিন্ন হবে এবং তা আয়োজকদের পরিকল্পনা মধ্যে রয়েছে। কিছু জায়গায় বিক্ষোভ সকালেই শুরু হবে। যেমন, নরম্যান, ওকলাহোমাতে বিক্ষোভ শুরু হবে সকাল ৯টায়।

আবার কিছু স্থানে বিকেল বা সন্ধ্যায় বিক্ষোভ শুরু হবে। যেমন, বিগ সুর, ক্যালিফোর্নিয়ার মধ্য উপকূলীয় একটি পাহাড়ি অঞ্চলে, বিক্ষোভ শুরু হবে বিকাল সাড়ে ৪টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

বিদেশী কোম্পানীকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

১০

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

১১

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

১২

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

১৩

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

১৪

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

১৫

বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : শিশির মনির

১৬

আলোচনা ছাড়াই করা গোপন চুক্তিতে জনগণের দায় নেই : জোনায়েদ সাকি

১৭

ধানের শীষ শুধু নির্বাচনী নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষারও প্রতীক : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৮

খাঁচা থেকে সিংহ পালানোর ঘটনায় তদন্ত কমিটি

১৯

ইসরায়েলকে হুঁশিয়ার করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী

২০
X