

দেয়ালে টেপ দিয়ে আটকানো সেই কলার কথা মনে আছে? ‘কমেডিয়ান’ নামের সেই চিত্রকর্মটি নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছিল। গত বছর নিউইয়র্কের সেই নিলামের খবর বিশ্বে তোলপাড় তোলে। এবার ‘কমেডিয়ান’-এর ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান তৈরি করেছেন সোনার টয়লেট।
‘আমেরিকা’ নামের এ টয়লেট নিলামঘর সদবিস নিলামে তুলতে যাচ্ছে। গত শুক্রবার নিলামঘর এ ঘোষণা দিলে আবারও আলোচনায় আসেন শিল্পী মরিজিও ক্যাটেলান। খবর দ্য নিউইয়র্ক টাইমস ও এনডিটিভির।
সদবিস জানিয়েছে, ১৮ নভেম্বর নিউইয়র্কে এ নিলাম অনুষ্ঠিত হবে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ১০১ দশমিক ২ কিলোগ্রাম (২২৩ পাউন্ড) খাঁটি সোনা। যার দাম এখন প্রায় ১০ মিলিয়ন (১ কোটি) মার্কিন ডলার (প্রায় ১২২ কোটি টাকা)। টয়লেটটির সর্বনিম্ন দর ধরা হয়েছে এর সোনার বর্তমান বাজারমূল্য অনুযায়ী।
এ টয়লেটেরই অনুরূপ একটি সংস্করণ ২০১৯ সালে ইংল্যান্ডের বিখ্যাত ব্লেনহাইম প্রাসাদ থেকে চুরি হয়ে যায়। ওই ঘটনাও বিশ্বজুড়ে ভাইরাল হয়।
তবে ক্যাটেলান অতিরিক্ত সম্পদ ও বিলাসিতাকে ব্যঙ্গ করে টয়লেটটি তৈরি করেছেন বলে জানান। তিনি বলেছিলেন, ‘তুমি ২০০ ডলারের দুপুরের খাবার খাও বা ২ ডলারের হটডগ, শেষ ফলাফল টয়লেটে গিয়ে একই হয়।’
সদবিসের নিউইয়র্ক শাখার সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, ক্যাটেলান তার কাজের মাধ্যমে সবাইকে ভাবাতে ও চমক দিতে পছন্দ করেন। এটি শুধু শিল্পকর্মই নয়, একটি পুরোপুরি ব্যবহারযোগ্য টয়লেটও। ধারণা করা হচ্ছে, ‘কমেডিয়ান’ কলার মতো এবারও চমকে দেওয়া দাম হাঁকাবেন আগ্রহীরা।
মন্তব্য করুন