

উত্তর আটলান্টিকের আন্তর্জাতিক জলসীমা থেকে একটি রুশ পতাকাবাহী তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ইউরোপীয় কমান্ড বুধবার এ তথ্য জানিয়েছে।
মার্কিন বাহিনীর দাবি, ‘এমটি মারিনেরা’ (আগের নাম বেলা-১) নামের জাহাজটি নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে একটি ফেডারেল আদালতের পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়েছে। জাহাজটিকে ক্যারিবীয় সাগর থেকে অনুসরণ করে স্কটল্যান্ডের উত্তর-পশ্চিমের জলসীমায় জব্দ করা হয়।
মার্কিন কর্তৃপক্ষ বলছে, এ ট্যাংকারটি তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ, যেগুলো নিষেধাজ্ঞা এড়িয়ে অবৈধভাবে তেল পরিবহনে ব্যবহৃত হয়। অভিযোগ রয়েছে, জাহাজটি আগেও ইরান ও ভেনেজুয়েলার তেল বহন করেছে এবং বারবার নাম ও নিবন্ধন পরিবর্তন করেছে। এ কারণে ২০২৪ সালে জাহাজটির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
অন্যদিকে রাশিয়া এই পদক্ষেপের কড়া প্রতিবাদ জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাহাজটি আন্তর্জাতিক আইনের আওতায় বৈধভাবে আন্তর্জাতিক জলসীমায় চলাচল করছিল। তারা পশ্চিমা দেশগুলোকে নৌ চলাচলের স্বাধীনতা সম্মান করার আহ্বান জানিয়েছে।
রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, অভিযানের সময় আকাশপথে জাহাজে ওঠা হয়, যা তারা বিপজ্জনক উত্তেজনা হিসেবে বর্ণনা করেছে। জাহাজটির অধিনায়ক তখন বারবার জানান, এটি একটি রুশ বেসামরিক তেল ট্যাংকার।
জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে খালি অবস্থায় রাশিয়ার মুরমানস্ক বন্দরের দিকে যাওয়ার সময় মার্কিন নজরদারির মুখে পড়ে ট্যাংকারটি।
মন্তব্য করুন