দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শিল্পমেলা ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩’। আন্তর্জাতিক এই শিল্পমেলা আয়োজন করছে ওয়ালটন। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা হল-১-এ আগামী ১০ আগস্ট এই শিল্পমেলা শুরু হবে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। এক্সপো কো-অর্ডিনেটর ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এ এফ এম নাসির উদ্দিন জানান, ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি এক্সপোতে শীর্ষক অংশ নিতে আগ্রহী শিল্পোদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম। আগ্রহীরা https://ats.waltonbd.com ওয়েব পেজে রেজিস্ট্রেশন করতে পারবেন। এক্সপো কমিটির চেয়ারম্যান ওয়ালটনের ডিএমডি হুমায়ুন কবীর বলেন, এটিএস এক্সপো আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ। মেলায় পণ্যসহ ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস ও ম্যাটেরিয়ালসভিত্তিক ২১টি স্টল নির্মাণ হচ্ছে। পাশাপাশি ১১ আগস্ট মেলায় ‘স্মার্ট বাংলাদেশ গঠনে দেশীয় শিল্পের ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনা সভা হবে।
মন্তব্য করুন