কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে

দেশের ভেতরে ও বাইরে ফের বেড়েছে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহার। দেশের অভ্যন্তরে গত অক্টোবরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৭ দশমিক ৪১ শতাংশ। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ১৮ দশমিক ৫৬ শতাংশ। এ সময় বাংলাদেশি নাগরিকরা দেশের বাইরে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ডের ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রে। যদিও গত জুলাইয়ের আগে দীর্ঘদিন ভারতেই বেশি ব্যবহার করত। দেশে-বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়ে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে, গত জুলাই মাসজুড়ে ছাত্র-জনতার আন্দোলন ও সেটিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার জেরে দেশে-বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছিল। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ দেশের ক্রেডিট কার্ড ইস্যুকারী ৪৪টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করে। প্রতিবেদনে দেশের অভ্যন্তর ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশের অভ্যন্তরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ২ হাজার ৮৬৬ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ২ হাজার ৬৬৮ কোটি টাকা। সেই হিসাবে সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ১৯৮ কোটি টাকা বা ৭ দশমিক ৪১ শতাংশ। একইভাবে অক্টোবরে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা বিদেশে খরচ করেছেন ৪৯৮ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৪২০ কোটি টাকা। সেই হিসাবে সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৭৮ কোটি টাকা বা ১৮ দশমিক ৫৬ শতাংশ।

প্রতিবেদনের তথ্য বলছে, অক্টোবর মাসে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে যুক্তরাষ্ট্রে। ওই মাসে দেশটিতে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করা হয়েছে ৮৪ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৭৬ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ১০ দশমিক ৫২ শতাংশ। বিপরীতে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। গত জুলাইয়ের পর থেকেই ভারতে ক্রেডিট কার্ডের ব্যবহার কমতে থাকে। তবে অক্টোবরে তা ফের কিছুটা বেড়েছে। ওই মাসে বাংলাদেশিরা ভারতে ক্রেডিট কার্ডে খরচ করেছেন মাত্র ৫৩ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৫০ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৩ কোটি টাকা বা ৬ শতাংশ।

এ সময় থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও কানাডায় ক্রেডিট কার্ডের ব্যবহারও বেড়েছে। অক্টোবর মাসে বাংলাদেশিরা এসব দেশে যথাক্রমে ৫৭, ৪৩, ৩৭, ৩১ ও ২৬ কোটি টাকা খরচ করেছেন। সেপ্টেম্বরে এসব দেশে বাংলাদেশিদের খরচের পরিমাণ ছিল যথাক্রমে ৪১, ৩০, ৩৭, ২২ ও ২৬ কোটি টাকা।

গত কয়েক মাসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সাধারণত দেশের বাইরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ভারতে; কিন্তু গত জুলাই মাসে তার ব্যতিক্রম দেখা গেছে। ছাত্র-জনতার আন্দোলনের কারণে জুলাইয়ে দেশটি ভিসা কার্যক্রম সীমিত করে ফেলে। এর ফলে জুলাইয়ে চিকিৎসা বা ভ্রমণের জন্য বাংলাদেশিরা ভারত যেতে পারেননি, যা এখনো অব্যাহত রয়েছে। এ কারণেই দেশটিতে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ কমেছে বলে মনে করছেন ব্যাংক খাত-সংশ্লিষ্টরা।

বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ডিপার্টমেন্ট স্টোরে। অক্টোবরে এ ধরনের প্রতিষ্ঠানে খরচের পরিমাণ ছিল ১৪৮ কোটি টাকা। বিদেশের মাটিতে ক্রেডিট কার্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার ছিল রিটেইল আউটলেট সার্ভিসে। এ ধরনের প্রতিষ্ঠানে অক্টোবরে বাংলাদেশিরা খরচ করেছেন ৮৬ কোটি টাকা। উভয় ক্ষেত্রেই খরচ সেপ্টেম্বরের তুলনায় অনেক বেশি হারে বেড়েছে। একই সময়ে বাংলাদেশেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহার অনেক বেশি বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে রাকিব

উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের নায়েবে আমিরের

ঘন কুয়াশায় পৃথক স্থানে দুর্ঘটনার কবলে ৭ অটোরিকশা

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করল সনি-স্মার্ট

১০

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

১১

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

১২

কীভাবে শরীর নিজে থেকেই ডিটক্স হয় জেনে নিন

১৩

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

১৪

দেশের বাইরে পড়াশোনার জন্য ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

১৫

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

১৬

শীতকালে বাংলাদেশের ভ্রমণের জন্য ৫ সেরা জায়গা

১৭

বিসিবির মেইলের জবাব দিল আইসিসি, যা আছে সেই মেইলে

১৮

কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?

১৯

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

২০
X