কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে

দেশের ভেতরে ও বাইরে ফের বেড়েছে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহার। দেশের অভ্যন্তরে গত অক্টোবরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৭ দশমিক ৪১ শতাংশ। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ১৮ দশমিক ৫৬ শতাংশ। এ সময় বাংলাদেশি নাগরিকরা দেশের বাইরে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ডের ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রে। যদিও গত জুলাইয়ের আগে দীর্ঘদিন ভারতেই বেশি ব্যবহার করত। দেশে-বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়ে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে, গত জুলাই মাসজুড়ে ছাত্র-জনতার আন্দোলন ও সেটিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার জেরে দেশে-বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছিল। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ দেশের ক্রেডিট কার্ড ইস্যুকারী ৪৪টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করে। প্রতিবেদনে দেশের অভ্যন্তর ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশের অভ্যন্তরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ২ হাজার ৮৬৬ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ২ হাজার ৬৬৮ কোটি টাকা। সেই হিসাবে সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ১৯৮ কোটি টাকা বা ৭ দশমিক ৪১ শতাংশ। একইভাবে অক্টোবরে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা বিদেশে খরচ করেছেন ৪৯৮ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৪২০ কোটি টাকা। সেই হিসাবে সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৭৮ কোটি টাকা বা ১৮ দশমিক ৫৬ শতাংশ।

প্রতিবেদনের তথ্য বলছে, অক্টোবর মাসে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে যুক্তরাষ্ট্রে। ওই মাসে দেশটিতে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করা হয়েছে ৮৪ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৭৬ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ১০ দশমিক ৫২ শতাংশ। বিপরীতে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। গত জুলাইয়ের পর থেকেই ভারতে ক্রেডিট কার্ডের ব্যবহার কমতে থাকে। তবে অক্টোবরে তা ফের কিছুটা বেড়েছে। ওই মাসে বাংলাদেশিরা ভারতে ক্রেডিট কার্ডে খরচ করেছেন মাত্র ৫৩ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৫০ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৩ কোটি টাকা বা ৬ শতাংশ।

এ সময় থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও কানাডায় ক্রেডিট কার্ডের ব্যবহারও বেড়েছে। অক্টোবর মাসে বাংলাদেশিরা এসব দেশে যথাক্রমে ৫৭, ৪৩, ৩৭, ৩১ ও ২৬ কোটি টাকা খরচ করেছেন। সেপ্টেম্বরে এসব দেশে বাংলাদেশিদের খরচের পরিমাণ ছিল যথাক্রমে ৪১, ৩০, ৩৭, ২২ ও ২৬ কোটি টাকা।

গত কয়েক মাসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সাধারণত দেশের বাইরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ভারতে; কিন্তু গত জুলাই মাসে তার ব্যতিক্রম দেখা গেছে। ছাত্র-জনতার আন্দোলনের কারণে জুলাইয়ে দেশটি ভিসা কার্যক্রম সীমিত করে ফেলে। এর ফলে জুলাইয়ে চিকিৎসা বা ভ্রমণের জন্য বাংলাদেশিরা ভারত যেতে পারেননি, যা এখনো অব্যাহত রয়েছে। এ কারণেই দেশটিতে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ কমেছে বলে মনে করছেন ব্যাংক খাত-সংশ্লিষ্টরা।

বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ডিপার্টমেন্ট স্টোরে। অক্টোবরে এ ধরনের প্রতিষ্ঠানে খরচের পরিমাণ ছিল ১৪৮ কোটি টাকা। বিদেশের মাটিতে ক্রেডিট কার্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার ছিল রিটেইল আউটলেট সার্ভিসে। এ ধরনের প্রতিষ্ঠানে অক্টোবরে বাংলাদেশিরা খরচ করেছেন ৮৬ কোটি টাকা। উভয় ক্ষেত্রেই খরচ সেপ্টেম্বরের তুলনায় অনেক বেশি হারে বেড়েছে। একই সময়ে বাংলাদেশেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহার অনেক বেশি বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাক কিংবদন্তি

লাগাতার বিতর্কে আলোচনার তুঙ্গে ডাকসু নেতা সর্বমিত্র

বিশ্বকাপে সুযোগ পেয়েও বিপত্তিতে পড়েছে স্কটল্যান্ড

চিনি ছাড়া কফি কি স্বাস্থ্যকর, জানাচ্ছেন বিশেষজ্ঞ

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

চাকরি দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আমির

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের বিপক্ষে ওয়াসিম আকরাম

জবিতে এআই ও বিজনেস ইনকিউবেশন ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

অক্সফোর্ডের গবেষণা / তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

১০

ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত

১১

তিন রুটে ৭ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

১২

সাদ্দামের মায়ের প্রশ্ন, ‘এই জামিন দিয়ে কী হবে’

১৩

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ ফেল

১৪

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের বড় সিদ্ধান্ত, শতকোটি টাকা ক্ষতির মুখে আইসিসি!

১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ!

১৬

তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

১৭

দাম বৃদ্ধির পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১৮

এবার নির্বাচনের জন্য টাকা চাইলেন জোনায়েদ সাকি

১৯

আপনি কি জাজমেন্টাল? জেনে নিন

২০
X