কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০২:৫১ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ব্যাংকের তথ্য

আবার বাড়ছে আমদানি ব্যয়

পুরোনো ছবি
পুরোনো ছবি

চলতি বছরের অক্টোবরে বাণিজ্যিক ব্যাংকগুলো ৫ দশমিক ৯৬ বিলিয়ন ডলারের আমদানিতে ঋণপত্র (এলসি) খুলেছে, যা গত ১৩ মাসে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৬ দশমিক ৫১ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়। আর গত বছরের অক্টোবরে এর পরিমাণ ছিল ৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ দীর্ঘদিন পর আবার বাড়তে শুরু করেছে আমদানি ব্যয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকাররা জানান, সরকারি আমদানি বৃদ্ধির কারণে অক্টোবরে এলসি খোলা বেড়েছে। এ ছাড়া বিদ্যুৎ প্রকল্পের জন্য মূলধন যন্ত্রপাতির জন্যও এলসি খোলা আগের তুলনায় বেড়েছে। সব মিলিয়ে এ সময় আমদানি ব্যয়ে এলসি খোলা বেড়েছে।

জানা গেছে, ডলার সংকট তৈরি হলে গত বছরের শুরুতেই আমদানিতে কড়াকড়ি করে সরকার ও বাংলাদেশ ব্যাংক। এতে প্রভাব পড়ে এলসি খোলাতে। গত বছরের শুরুতে এলসি খোলার পরিমাণ ছিল ৮ থেকে ৯ বিলিয়ন ডলারের মতো। তবে আমদানি কড়াকড়ির পর তা কিছুদিন পর কমে বিলিয়ন ডলারে নেমে আসে। আর গত বছরের শেষের দিকে তা ৪ বিলিয়ন ডলারে নেমে আসে। তবে চলতি বছরের শুরু থেকে এলসি খোলার পরিমাণ বাড়ছে। যদিও ব্যবসায়ীরা পর্যাপ্ত এলসি খুলতে পারছে না বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ডলার সংকটের এ সময়ে এলসি খোলায় বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। এলসি খোলায় শতভাগ পর্যন্ত মার্জিন, শুল্ক বাড়ানো, পণ্য ধরে ধরে তদারকিসহ বিভিন্ন ব্যবস্থা চলছে। আবার বর্তমানে ৩ মিলিয়ন ডলারের বেশি মূল্যের আমদানি এলসি পর্যবেক্ষণ করছে।

এদিকে এলসি খোলা কমার প্রভাব পড়েছে পণ্য আমদানিতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পণ্য আমদানি হয় ১৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলারের, যা গত বছরের একই সময়ে ছিল ১৯ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। অর্থাৎ আমদানি কমেছে প্রায় ২৪ শতাংশ।

বাণিজ্যিক ব্যাংক সূত্রে জানা গেছে, গত মাসে সরকারের সার ও তেল আমদানির এলসি খোলা আগের তুলনায় বেড়েছে। পাশাপাশি বিদ্যুৎ প্রকল্পের জন্য মূলধন আমদানির যন্ত্রপাতির এলসি খোলাও বেড়েছে। তাই সার্বিকভাবে এলসি খোলা বেড়েছে।

তিনি আরও বলেন, ডলারের তারল্য পরিস্থিতি আগের মাসগুলোর মতোই আছে। আমরা এক্ষেত্রে তেমন কোনো উন্নতি দেখিনি। যেসব এলসি খোলা হয়েছে সেগুলোর বেশিরভাগই ডেফার্ড এলসি। অর্থাৎ আমরা এখন ঋণে পণ্য আমদানি করছি, পরে মূল্য পরিশোধ করব।

এর আগে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে ১ হাজার ৪৭৪ কোটি ৯০ লাখ (১৪ দশমিক ৭৫ বিলিয়ন) ডলারের বিভিন্ন পণ্য আমদানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ২৩ দশমিক ৭৭ শতাংশ কম। ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে ১৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছিল।

তার পরও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনীতির সবচেয়ে আলোচিত, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ বাড়ছে না; উল্টো কমছেই। অক্টোবরে আমদানি ব্যয় বৃদ্ধিতে ডলার সংকট আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

কথা রাখেনি প্রেমিকা, অভিমানে গলায় ছুরি চালালেন হাবিবুর 

তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৮

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার

যেসব লক্ষণে বুঝবেন আপনি লো ব্লাড প্রেশারে ভুগছেন

গণহত্যা মামলায় আফ্রিদি গ্রেপ্তার, ফেসবুকে প্রতিক্রিয়া প্রত্যয় হিরণের

১০

চুরির মামলার হাজিরার টাকা জোগাতে ফের চুরি, অতঃপর...

১১

বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা

১২

সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে দেশ সেরা ইলেকট্রনিকস ব্র্যান্ড যমুনার পণ্য 

১৩

জেন-জির নতুন ট্রেন্ড ‘থিম পার্টি’, কী হয় সেখানে

১৪

নারী ওয়ানডে বিশ্বকাপ / আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা

১৫

মামলা নিয়ে বিচলিত নন পলক, আইনজীবীকে ট্রায়ালের প্রস্তুতির নির্দেশ

১৬

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই পিপির নিয়োগ বাতিল

১৭

ভরা মৌসুমেও ইলিশের আকাল

১৮

শোকজের জবাব দেবেন ফজলুর রহমান

১৯

হত্যাচেষ্টার নতুন মামলায় পলক, রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেপ্তার

২০
X