কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১২:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

১ হাজার ৭১৬ কোটি ডলারের বাণিজ্য ঘাটতিতে দেশ

গত অর্থবছরের ১১ মাস
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নানামুখী পদক্ষেপে আমদানিতে নতুন করে এলসি খোলার হার কমলেও এর দায় পরিশোধ কমেনি। সেইসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে রপ্তানি আয়ও লক্ষ্যমাত্রা অনুযায়ী বাড়ছে না। ফলে এখনো রপ্তানি আয়ের তুলনায় আমদানিতে বেশি খরচ করতে হচ্ছে। প্রবাসী আয়ও প্রত্যাশামাফিক নয়। উন্নয়ন সহযোগীদের ঋণের ছাড় কমে গেছে। একই সময়ে প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না বিদেশি বিনিয়োগও। ফলে বাণিজ্য ঘাটতি ও চলতি হিসাবে বড় ঘাটতিতে পড়েছে দেশ। পাশাপাশি সামগ্রিক বৈদেশিক লেনদেনেও বিশাল ঘাটতি তৈরি হয়েছে।

গত অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৭১৬ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ হাজার ৮২ কোটি ডলার। সেই সময়ে অস্বাভাবিক আমদানি ব্যয়ের প্রভাবে বাণিজ্য ঘাটতির পরিমাণও অনেক বেড়েছিল। পরে বাংলাদেশ ব্যাংকের সরাসরি পদক্ষেপে এ ঘাটতি অনেকটা কমে আসছে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য (ব্যালান্স অব পেমেন্ট) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই-মে সময়ে ৬ হাজার ৪৭৬ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। বিপরীতে রপ্তানি হয় ৪ হাজার ৭৬০ কোটি ডলারের পণ্য। এতে ১ হাজার ৭১৬ কোটি ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশ।

সংশ্লিষ্টরা বলছেন, আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বাড়ছে না। ফলে বাণিজ্য ঘাটতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্সে এবং রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি তৈরি হয়েছে। এটি অব্যাহত থাকলে আগামীতে বাণিজ্য ঘাটতি আরও কিছুটা কমতে পারে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাণিজ্য ঘাটতি বৃদ্ধিতে চলতি হিসাবের ভারসাম্য ঋণাত্মক হয়ে গেছে। কারণ, আমদানির তুলনায় রপ্তানি আয় কমে গেলে চলতি হিসাবের ভারসাম্য ঋণাত্মক হয়ে যায়। চলতি হিসাবের ভারসাম্য ঋণাত্মক হওয়ার অর্থ—বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে। কারণ হিসেবে সূত্র জানিয়েছে, কোনো দেশের বাণিজ্য ঘাটতি বেশি হওয়ার পাশাপাশি চলতি হিসাবের ভারসাম্য ঋণাত্মক হলে বিদেশি বিনিয়োগ ঝুঁকিতে পড়ে যায়। এতে বিনিয়োগ ফিরে পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয়। এ কারণেই চলতি হিসাবের ভারসাম্য ঋণাত্মক হলে বিদেশি বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তারা আরও বলছেন, চলতি হিসাবের ভারসাম্য ঋণাত্মক হওয়ার অর্থই হলো বিদেশি বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাবসহ বৈদেশিক মুদ্রার মজুতের ওপর চাপ বৃদ্ধি। বৈদেশিক মুদ্রার আন্তঃপ্রবাহ কমে যাওয়ায় ব্যাংকগুলো তাদের বৈদেশিক দায় মেটাতে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার সংস্থান করতে পারছে না। ফলে তাদের বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যেতে হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে। ফলে বৈদেশিক মুদ্রার মজুতের ওপর চাপ বাড়ছে। একই সঙ্গে ডলারের বিপরীতে টাকার মান কমে যাচ্ছে। তবে আশার কথা, কড়াকড়ির কারণে আমদানি নিয়ন্ত্রণের সুফল হিসেবে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে ঘাটতি উল্লেখযোগ্য পরিমাণ কমে গত মে মাসে ৪৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৭২৭ কোটি ডলার। চলতি হিসাবের পাশাপাশি আর্থিক হিসাবেও ২৫৮ কোটি ডলারের ঘাটতি তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, অর্থবছরের ১১ মাসে বাণিজ্য ঘাটতির পাশাপাশি সেবা খাতেও ঘাটতি বেড়েছে। এ সময় সেবা খাতে বাংলাদেশের আয় ৭৭৪ কোটি ডলার। অন্যদিকে বিদেশি নাগরিকদের বেতন-ভাতাসহ বিভিন্ন সেবার বিপরীতে বিদেশে চলে গেছে ১ হাজার ১৪৭ কোটি ডলার। ফলে সেবা বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৩৭৩ কোটি ডলার।

সামগ্রিক লেনদেনেও ঘাটতি : সামগ্রিক লেনেদেনেও (ওভারঅল ব্যালান্স) বড় ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। মে পর্যন্ত সামগ্রিক লেনেদেন (ঋণাত্মক) দাঁড়িয়েছে ৮৮০ কোটি ডলার। এ সূচকটিতে আগের বছর একই সময় ঘাট‌তি ছিল ৫৫৯ কোটি ডলার।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১১ মাসে ১ হাজার ৯৪১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ কোটি ডলার বেশি। ওই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯১৯ কোটি ডলার। দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগও (এফডিআই) কমে গেছে। ২০২১-২২ অর্থবছরের জুলাই-মে সময়ে বাংলাদেশ ১৭৬ কোটি ডলারের এফডিআই পেয়েছিল। চলতি অর্থবছরের একই সময়ে তা ১৬৩ কোটি ডলারে নেমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থগিত ভারত-বাংলাদেশ সিরিজের নতুন তারিখ সম্পর্কে যা জানা গেল

অবৈধ ইটভাটায় অভিযান, ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা

কমলো স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

শীতে ত্বক-চুল সুন্দর রাখতে চিয়া সিড কীভাবে খাবেন

কালবেলায় সংবাদ প্রকাশ, দুদকের মুখোমুখি এলজিইডির প্রকৌশলী

টাকায় এমপিওভুক্তিসহ নানা দুর্নীতি, প্রমাণ মিললেও বহাল মাউশির ৫ কর্মকর্তা

হামজার শুভেচ্ছায় বিস্মিত মুশফিক: জানালেন কৃতজ্ঞতা

বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে প্রেরণ

যেভাবে জন্মদিন উদযাপন করলেন বুবলী

‘১০০ টেস্ট খেলেছি—এখনো বিশ্বাস হয় না’

১০

ইউটিউব না ইনস্টাগ্রাম, কোন প্ল্যাটফর্ম থেকে বেশি আয় সম্ভব?

১১

দেশে দুজন দরবেশ, আদালতকে অ্যাটর্নি জেনারেল

১২

চট্টগ্রাম বন্দরে নতুন মাইলফলক, একদিনে ৬৩০১ গেটপাস ইস্যু

১৩

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

১৪

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

১৫

হোন্ডা ফুটসাল লিগ উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

১৬

গাজার আন্তর্জাতিক বাহিনীতে আরেক মুসলিম দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের

১৭

ইন্দোনেশিয়ায় সিত্রা পারিওয়ারা ফেস্টিভালের ডাক পেলেন বাংলাদেশের আকরম

১৮

মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা

১৯

এনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক, লড়বেন যে আসন থেকে

২০
X