বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৮:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

ট্রাম্প সমর্থক কে এই লরা লুমার

ট্রাম্প সমর্থক কে এই লরা লুমার

প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে আচমকা চাকরি থেকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে হোয়াইট হাউসজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রশাসনিক কর্তাদের বরখাস্তের তেমন কোনো কারণ দেখানো হয়নি বলে অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প যাদের ছাঁটাই করেছেন, তাদের মধ্যে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) অন্তত তিনজন শীর্ষ কর্মকর্তা রয়েছেন। এই সিদ্ধান্ত নেওয়ার আগে বুধবার ট্রাম্প দেখা করেছিলেন তার ঘনিষ্ঠ সমর্থক লরা লুমারের সঙ্গে। অনেকে এই বৈঠকের সঙ্গে ট্রাম্পের কর্মী ছাঁটাইয়ের যোগ খুঁজে পাচ্ছেন। তারপর থেকে আলোচনায় ট্রাম্প সমর্থক নারী লরা লুমার।

সূত্র উল্লেখ করে সিএনএন জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে দেখা করে প্রশাসনিক কর্তাদের ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন লরা। তার অভিযোগ, ওই কর্তারা ট্রাম্প এবং তার নীতির প্রতি অনুগত নন। এনএসসির বেশ কয়েকজনের নামের তালিকাও তিনি ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন বলে খবর বেরিয়েছে। এর পরই বৃহস্পতিবার ওই কর্মকর্তাদের বরখাস্ত করা হয়। ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সমর্থনে ঢালাও প্রচার করেন লরা। তিনি অতি দক্ষিণপন্থি এবং ট্রাম্পের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। একাধিকবার ট্রাম্পের মুখে তার প্রশংসা শোনা গেছে। তার সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে কর্মী ছাঁটাই নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প দুইয়ের মধ্যে যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেন। তিনি বলেন, ‘আমরা সব সময়ই এমন মানুষ সরিয়ে দিই, যাদের আমরা পছন্দ করি না। অথবা, যারা কাজ করতে পারবেন না বলে আমাদের মনে হয়। অথবা, যারা অন্য কারও হয়ে কাজ করছেন বলে আমরা জানতে পারি।’ লরাকে ‘দেশপ্রেমী’ বলে উল্লেখ করে ট্রাম্প জানান, প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে লরার সঙ্গে বৈঠকের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘লরার সঙ্গে খুব অল্প সময়ের জন্য আমি দেখা করেছিলাম। ও আমাকে বেশ কিছু প্রস্তাব দিয়েছে। আমি কখনো কখনো এসব প্রস্তাব শুনি। তার পর নিজে বিবেচনা করে সিদ্ধান্ত নিই।’ ট্রাম্পের সঙ্গে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, খোলসা করতে চাননি লরা নিজেও।

এনএসসির যে তিন কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে বলে সিএনএন নিশ্চিত করেছে, তারা হলেন ব্রায়ান ওয়ালশ, টমাস বুডরি এবং ডেভিড ফিয়েথ।

প্রত্যেকেই এনএসসির উচ্চ পদে ছিলেন। এ বিষয়ে কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেন, ‘কর্মচারীদের বিষয় নিয়ে এনএসসি সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করে না।’ সূত্রের খবর, আরও কয়েকজন আধিকারিক ট্রাম্পের কোপে পড়ে হোয়াইট হাউসের চাকরি হারাতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিমেল বাতাসে ১৩ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা

নিরাপদ থাকতে ব্রাউজারে যা ব্যবহার করবেন

তোপের মুখে রাম চরণের স্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল

মুগ্ধতা ছড়াচ্ছে হাইড্রোলিয়া জেইলানিকা ফুল

শততম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কার বিপক্ষে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চায়ের দোকানে থাকা ৪ জন দগ্ধ

চালু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

৩৬ ঘণ্টার হরতাল চলছে

১০

নাশতার জন্য সেরা ১২ খাবার

১১

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১২

৩৩২ কোটি টাকায় ‘রোজ গার্ডেন’ কিনে রাষ্ট্রের ক্ষতি, অনুসন্ধানে দুদক

১৩

ক্যানটিন থেকে তুলে নিয়ে রাবির ২ শিক্ষার্থীর ওপর হামলা

১৪

আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

১৫

নারীর হাতে মার খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী

১৬

সেলস অ্যাডমিন বিভাগে নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

১৭

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৫

১৮

নাসির গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X