বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:০২ এএম
প্রিন্ট সংস্করণ
এনডিটিভির প্রতিবেদন

ভারতের ত্রিশূল মহড়া কী বার্তা দিচ্ছে পাকিস্তানকে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তান সীমান্তে ত্রিশূল নামে ১২ দিনের সামরিক মহড়া শুরুর মাধ্যমে ভারত তার সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এ মহড়া ছয় মাস আগে পাকিস্তানের অভ্যন্তরে চালানো অপারেশন সিঁদুরের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

ত্রিশূল মহড়ায় বিশেষ বাহিনীর কমান্ডো, ক্ষেপণাস্ত্র ব্যাটারি, যুদ্ধজাহাজ, যুদ্ধট্যাংক, রাফায়েল যুদ্ধবিমান, সুখোই এসইউ-৩০সহ অ্যাটাকিং বিমান ব্যবহার করা হচ্ছে, যা সিঁদুর-পরবর্তী পরিস্থিতিতে এর মাধ্যমে পাকিস্তানের দক্ষিণ অঞ্চলে আক্রমণের মহড়া দেওয়া হবে।

পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য নতুন সীমান্ত সংঘর্ষের স্থান, বিশেষ করে গুজরাট ও রাজস্থানজুড়ে মহড়াগুলো অনুষ্ঠিত হবে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ত্রিশূলের মাধ্যমে পাকিস্তানকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে ভারত—তারা ভূখণ্ড রক্ষা করতে প্রস্তুত এবং প্রয়োজনে গত মে মাসে অপারেশন সিঁদুর যেখানে থেমেছিল, সেখান থেকে আবার শুরু করবে।

চলতি মাসের শুরুর দিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে তার দেশের অর্ধেক স্যার ক্রিক অবৈধভাবে দখলের চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলেন। ওই এলাকাটি হচ্ছে গুজরাটের কচ্ছের রণ ও পাকিস্তানের মধ্যে জোয়ারের মোহনায় ১০০ কিলোমিটারের কম একটি সংকীর্ণ ও বিতর্কিত জল মোহনা।

কাগজ-কলমে এটি দুই দেশের মধ্যে সবচেয়ে পশ্চিম সীমান্ত অর্থাৎ খালের পশ্চিম অর্ধেক পাকিস্তানের এবং পূর্বের অংশ ভারতের। ওই সময় রাজনাথ সিং বলেছিলেন, ভারতীয় ভূখণ্ড দাবি করার যে কোনো প্রচেষ্টার জবাব এমনভাবে দেওয়া হবে, যা ‘ইতিহাস ও ভূগোল’ বদলে দেবে।

ওই এলাকায় গত সপ্তাহে পরিদর্শন করেছেন পাকিস্তানের নৌবাহিনী প্রধান চিফ এডমিরাল নাভিদ আশরাফ। তিনি স্যার ক্রিক থেকে জিওয়ানি পর্যন্ত আমাদের সামুদ্রিক সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা ভারতীয় সামরিক ও বেসামরিক নেতৃত্বকে সতর্ক করে দিয়েছে।

যেসব যুদ্ধাস্ত্র অংশ নিচ্ছে মহড়ায়: এই অনুশীলনে স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সেনাদের মধ্যে সমন্বয়ের জন্য মহড়া দেওয়া হচ্ছে। এতে সেনাবাহিনীর পক্ষ থেকে টি-৯০ ট্যাংক এবং ব্রহ্মস মিসাইল ইউনিট পাঠিয়েছে। এর সঙ্গে রয়েছে আকাশ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা।

এই অনুশীলনে দেশীয় প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টারও থাকছে। বিমানবাহিনীর পক্ষ থেকে ফরাসি রাফায়েল এবং রাশিয়ায় তৈরি সুখোই সু-৩০ থাকছে। এর সঙ্গে থাকছে সমুদ্র সি গার্ডিয়ান এবং হেরন ড্রোন। অন্যদিকে, নৌবাহিনীর তরফ থেকে থাকছে কলকাতা-ক্লাস ডেস্ট্রয়ার এবং নিলগিরি-ক্লাস ফ্রিগেট। এর সঙ্গে থাকছে দ্রুত আক্রমণ করতে পারে এমন বিভিন্ন অস্ত্র এবং নৌযান। অপারেশন ত্রিশূলে থাকছে সেনাবাহিনীর বিশেষ ব্যাটালিয়ান, প্যারাশুট রেজিমেন্ট প্যারা এসএফ। এর সঙ্গে থাকছে নৌবাহিনীর বিশেষ ব্যাটেলিয়ান মারকোস। এই মারকোস, জল এবং স্থল দুই জায়গাতেই অপারেশন চালাতে পারে। সন্ত্রাসবিরোধী অপারেশনে অত্যন্ত দক্ষ এই বাহিনী। বিমানবাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট গরুড় যোগ দিচ্ছে ত্রিশূলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢক ঢক করে পানি খান? এই অভ্যাস বদলালে যেসব উপকার পাবেন

টাক পড়ার সঙ্গে কি হার্টের অসুখের কোনও যোগ আছে? যা বলছে বিজ্ঞান

বিপিএল উদ্বোধনে প্রয়াত হাদির প্রতি এক মিনিট নীরব শ্রদ্ধা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

বক্সিং ডে টেস্টে উইকেটের বন্যা, প্রথম দিনেই এগিয়ে অস্ট্রেলিয়া

নিখোঁজ সেই বাবা-ছেলের মরদেহ উদ্ধার

লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন 

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভের কারণ জানা গেল

তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি

বিএনপির দুঃখপ্রকাশ

১০

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

১১

রাশিয়ার তেল শোধনাগারে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাত

১২

সড়কে ঝরল ২ প্রাণ

১৩

‘আজকের বাংলাদেশ পেতে ৪৭ থেকে ২৪ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে’

১৪

বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে জামায়াত : ডা. শফিকুর

১৫

অপবাদ সইতে না পেরে ভাইবোনের বিষপান

১৬

প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় ইমনের সিনেমা

১৭

শীতের সঙ্গে স্বস্তি ফিরেছে সবজির বাজারে

১৮

দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় আটক ৪ 

১৯

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ করল মেটা

২০
X