বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

বিহারে প্রথম পর্বের প্রচার শেষ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ভোট শুরু বৃহস্পতিবার
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচার গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ রাজ্যের ১৮টি জেলার ১২১টি বিধানসভা আসনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ), মহাজোট ও অন্য দলের নেতারা নির্বাচনী সমাবেশ, জনসভা ও রোডশোর মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করতে সার্বিক প্রচেষ্টা চালান।

ভোটে এবারও মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকারই জিতবে—দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বিরোধীদের মহাজোট এবার বিহারের ক্ষমতায় ফিরবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।

গতকাল ভোজপুর ও গয়াতে নির্বাচনী সমাবেশ করেন এনডিএ জোটের শরিক বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রচার চালান বৈশালী, পাটনা, সহরসা এবং মুঙ্গের জেলায়। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দারভাঙ্গা, পূর্ব চম্পারণ এবং পশ্চিম চম্পারণ জেলায় এনডিএ প্রার্থীদের সমর্থনে জনসংযোগ করেন। আর মহাজোটের পক্ষ থেকে কংগ্রেসের প্রবীণ নেতারা গয়া এবং আওরঙ্গাবাদে প্রচার চালান। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব সমস্তিপুর, বেগুসরাই, সহরসা, দারভাঙ্গা, মুজাফফরপুর এবং বৈশালী জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভাষণ দেন।

আগামী ২২ নভেম্বর শেষ হতে যাচ্ছে বিহারের বিধানসভার বর্তমান সরকারের মেয়াদ। তার আগেই ৬ ও ১১ নভেম্বর দুই ধাপে ভোট দিয়ে নতুন মুখ্যমন্ত্রীকে বেছে নিতে এখন প্রস্তুত বিহারবাসী। রাজ্যজুড়ে ৯০ হাজার ৭১২টি কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা।

বর্তমানে বিহারে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি সমর্থিত জেডিইউ পার্টির নেতা নীতিশ কুমার। ২০২০ সালের নির্বাচনে ১২৫টি আসন পেয়ে নীতিশ কুমারের নেতৃত্বে সরকার গঠন করে এনডিএ জোট।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আমি আবারও স্পষ্ট করে দিতে চাই, নীতিশ জি বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বে এনডিএ জোট নির্বাচনে অংশ নিচ্ছে। মুখ্যমন্ত্রী নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, যা নির্বাচনের পর সব এমপি সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। এবারের নির্বাচনে বিজেপি সরকার ১৬০টি আসন জিতবে। বাকি আসনগুলো অন্য সব দলের মধ্যে ভাগ হবে।’

অন্যদিকে, মহাজোট বন্ধনের প্রার্থী তেজস্বী প্রসাদ যাদব এবার বিহারের মুখ্যমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির প্রতিষ্ঠাতা ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব বলেন, ‘তেজস্বী এবার মুখ্যমন্ত্রী হবে। এবার বিহারের সরকার বদলে যাবে। একদম বদলে যাবে। জোটবন্ধন এবারের নির্বাচনে জিতবে। এটা সবাই জানে।’

তবে দুই ধাপে ভোটগ্রহণের পর ১৪ নভেম্বর নির্বাচনের ফলে নিশ্চিত হওয়া যাবে, কে হচ্ছেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বাস ভাঙচুর, ডিসি কার্যালয়ে বিক্ষোভ

আজ রাজধানীর কোথায় কী?

২০২৫ সালে সিরিয়ার শিবির ছেড়েছে তিন হাজারের বেশি পরিবার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু

গলতে গলতে পুরোপুরি বরফশূন্য হয়ে পড়ছে ভেনেজুয়েলা

অপরাধী গ্রেপ্তার না হওয়ায় রহুল কবির রিজভীর ক্ষোভ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে : পররাষ্ট্র সচিব

রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : ঢাকা-১০ আসনের প্রার্থী

১০

ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ

১১

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির

১২

জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৩

কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক

১৪

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের ‘স্বাগত মিছিল’

১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / লাগেজ হ্যান্ডলিংয়ের স্বচ্ছতায় কর্মীদের শরীরে ক্যামেরা

১৬

ঢাকা-১৬ আসনে মনোনয়ন ফরম নিলেন এনপিপির প্রার্থী সুমন

১৭

সংবাদমাধ্যমে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

১৮

দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর ঘটনা আতঙ্ক তৈরি করেছে : সাইফুল হক

১৯

এথিকাল মাইগ্রেশনে সার্বিয়ায় ১১ কর্মী পাঠালো এশিয়া কন্টিনেন্টাল

২০
X