শ্রম আইনের ব্যাপারে কঠোর হচ্ছে মালয়েশিয়া। দেশটিতে চলতি বছর আইন ভঙ্গের দায়ে অন্তত ৪০০ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শুক্রবার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সূত্র : আলজাজিরা।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেরনামার বরাতে আলজাজিরা জানিয়েছে, চলতি বছর শ্রম আইন লঙ্ঘন করায় অন্তত ৪০০ প্রতিষ্ঠানকে ৫ লাখ ডলারের বেশি জরিমানা করা হয়েছে। মন্ত্রী বলেন, এর মধ্যে মানবসম্পদ মন্ত্রণালয়ের শ্রম বিভাগ প্রতিষ্ঠানগুলোর ২৭২ কর্মীকে চার লাখ ৬৩ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এ ছাড়া দেশটির আদালত ১২৮ কর্মীকে ৫১ হাজার ৭০০ ডলার জরিমানা করেছেন।
সংবাদমাধ্যম জানিয়েছে, শ্রম আইন ভঙ্গের মধ্যে অন্যতম হলো শ্রমিকদের বেতন কম দেওয়া। তবে মন্ত্রী এ সময়ে প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করেননি।
মন্তব্য করুন