

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তিক্ষুণ্ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় উপস্থিত হয়ে অশালীন, কুরচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে।
এ অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর আদেশে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ-পদবি থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সকল প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ কালবেলাকে বলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি প্রার্থীকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ায় কেন্দ্রের নির্দেশ মোতাবেক জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার কড়াইতলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় ও তার উপস্থিতিতে রঞ্জিত কুমার সরকার নাটোর-১ আসনের বিএনপির প্রার্থীকে নিয়ে একটি কুরুচিপূর্ণ বক্তব্য দেন। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
পরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে ওই দিন রাতেই লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেন।
মন্তব্য করুন