

স্বামী রাজ চক্রবর্তী ব্যারাকপুরের তৃণমূল সংসদ সদস্য, অন্যদিকে স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি টালিউডের প্রথম সারির নায়িকা। তবে ইদানীং টালিপাড়ার অলিতে-গলিতে একটাই প্রশ্ন—রাজের পথ ধরে শুভশ্রীও কি নাম লেখাচ্ছেন রাজনীতির খাতায়? সম্প্রতি রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী অভিনীত ‘লক্ষ্মী এলো ঘরে’ ছবিটি মুক্তির পর এই জল্পনা আরও জোরালো হয়েছে। অনেকেই মনে করছেন, বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের প্রচারমূলক এই ছবির হাত ধরেই রাজনীতির ময়দানে অভিষেক হতে পারে অভিনেত্রীর। অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বিষয়টি নিয়ে মুখ খুললেন খোদ রাজ চক্রবর্তী।
এক সাক্ষাৎকারে রাজকে প্রশ্ন করা হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুভশ্রীকে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তাব দেন, তবে তাদের প্রতিক্রিয়া কী হবে? উত্তরে রাজ সাফ জানিয়ে দেন, শুভশ্রীর রাজনীতিতে যোগ দেওয়ার আপাতত কোনো পরিকল্পনাই নেই। তিনি বলেন, ‘এই বিষয়ে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে শুভশ্রী নিজেই। তবে ও যদি রাজনীতিতে আসতে চাইত, তাহলে অনেক আগেই সেই সিদ্ধান্ত নিতে পারত।’ রাজ আরও যুক্তি দেন, ‘এই মুহূর্তে আমাদের পরিবারে আমি রাজনীতিতে রয়েছি। আমাদের মূল পেশা বিনোদন জগত। একসঙ্গে দুজন রাজনীতিতে এলে সমস্যাই হবে।’
রাজ চক্রবর্তী স্বীকার করেন, মুখ্যমন্ত্রী বা ‘দিদি’কে শুভশ্রী ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং তার অনুরোধেই ‘লক্ষ্মী এলো ঘরে’ কাজটি করেছেন। কিন্তু এটিকে রাজনীতিতে প্রবেশের সিগন্যাল ভাবার কোনো কারণ নেই। রাজ স্পষ্ট করেন, আগামী এক বছরের জন্য শুভশ্রীর অভিনয়ের শিডিউল প্যাকড। রাজনীতির নেতিবাচক দিক নিয়ে মন্তব্য করে পরিচালক বলেন, ‘রাজনীতি জীবনটাকে এলোমেলো করে দেয়। আজকের রাজনীতি আগের মতো নয়।’ সব মিলিয়ে রাজের বক্তব্যে এটা স্পষ্ট, শুভশ্রী আপাতত সংসার আর সিনেমাতেই মন দিতে চান, রাজনীতির ময়দানে নয়।
মন্তব্য করুন