

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভের মুখে তার সাক্ষাৎ পেয়েছেন তার বোন উজমা খানম। গতকাল মঙ্গলবার ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়। গতকাল আদিয়ালা জেলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন উজমা। পিটিআইর অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার পরিবার এবং দলের কোনো নেতাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এতে তার শারীরিক অবস্থা এবং বর্তমান অবস্থান নিয়ে পরিবার ও দল থেকে উদ্বেগও প্রকাশ করা হয়। ইমরানের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। এমনকি তিনি বেঁচে আছেন কি না, তা নিয়েও সংশয় দেখা দেয়। ইমরান খানের ছেলেরাও বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ প্রেক্ষাপটে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক দেয় পিটিআই। এর জেরে ওই দুই জায়গায় ১৪৪ ধারা জারি করে কর্তৃপক্ষ। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, পাঁচজনের বেশি মানুষের জমায়েত কোথাও করা যাবে না। কিন্তু এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভে নামার অটল সিদ্ধান্তের মধ্যেই মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ ইমরান খানের বোন উজমা খানমকে তার সঙ্গে দেখা করতে দিয়েছে।
পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা জানায়, উজমা খানম ভাইয়ের সঙ্গে দেখা করতে জেলের ভেতরে গিয়েছিলেন। আর সে সময় তার সঙ্গে আসা বেশ কয়েকজন পিটিআই সমর্থক আদিয়ালা জেলের বাইরে অপেক্ষায় ছিলেন। নেতাকর্মীরা ইমরান খানের সঙ্গে দেখা করার অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট এবং আদিয়ালা জেলের বাইরে জড়ো হন। পরে কারাগার থেকে বের হয়ে উজমা খানম বলেন, ইমরান খান পরিপূর্ণ সুস্থ আছেন। তবে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন।
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান। ইমরানের সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টেও গেছেন তার বোন আলিমা খান।
ইমরানের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির এক মামলায়
তাকে ও তার স্ত্রীকে যথাক্রমে ১৪ ও ৭ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে। তবে ইমরান তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন।
মন্তব্য করুন