

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত তোলপাড় অবস্থা। ভিডিওতে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক এক সম্মেলনে রেড কার্পেট ইভেন্টে হাতে কেটলি আর চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন স্যুট-বুট পরিহিত মোদি। তার পেছনে রয়েছে নানা দেশের পতাকা। হাঁটতে হাঁটতে মোদি হাঁকছেন, চাই বোলো, চাইয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এর প্রতিবেদন অনুযায়ী এআই দিয়ে তৈরি এ ভিডিওটি শেয়ার করেছেন কংগ্রেস নেতা রাগিনী নায়েক। ক্যাপশনে লেখা, এটা আবার কে করল?
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তুমুল বিতর্ক শুরু হয়েছে ভারতের রাজনীতিতে। প্রতিবাদে সরব হয়ে উঠেছে ক্ষমতাসীন বিজেপি।
যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে চা-ওয়ালা পরিচয় দিতে পছন্দ করেন। এর আগে দেখা গেছে, বিভিন্ন রাজনৈতিক মঞ্চে নিজের ছোটবেলার পেশার পরিচয় ব্যবহার করছেন তিনি। তবে এমন ভিডিও দেখে বেশ ক্ষুব্ধ হয়েছে ক্ষমতাসীন বিজেপি।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন