

চলতি মাসে শুরু হতে যাওয়া যুব এশিয়া কাপের সূচি ও গ্রুপিং চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে দলগুলো। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ।
যুব এশিয়া কাপে বাংলাদেশ তুলনামূলক সহজ গ্রুপে রয়েছে। শ্রীলঙ্কা ছাড়া টাইগারদের বাকি দুই প্রতিপক্ষ নেপাল ও আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে ১৩ ডিসেম্বর আফগানদের বিপক্ষে লড়বে যুবারা। ১৫ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কার মুখোমুখি।
গ্রুপ ‘এ’-তে রয়েছে চিরপ্রতিদ্বন্ধি ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। আইসিসির একাডেমি মাঠে ১৪ ডিসেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। উদ্বোধনী দিন তথা ১২ ডিসেম্বর ভারত খেলবে আরব আমিরাতের বিপক্ষে।
প্রতিটি গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৯ ডিসেম্বর একইদিনে অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। আগামী ২১ ডিসেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আইসিসি একাডেমি মাঠে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে গালফ মান সময় অনুযায়ী রাত ৯ টা থেকে।
বাংলাদেশের সূচি :
বাংলাদেশ - আফগানিস্তান ১৩ ডিসেম্বর বাংলাদেশ - নেপাল ১৫ ডিসেম্বর বাংলাদেশ - শ্রীলঙ্কা ১৭ ডিসেম্বর
মন্তব্য করুন