বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

ইরানে বিক্ষোভ অব্যাহত, ট্রাম্পের হুমকি, কড়া জবাব তেহরানের

সংঘাতে নিহত ৭
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ অব্যাহত রয়েছে। চলছে সহিংসতাও। এর মধ্যে গত বৃহস্পতিবারই অন্তত ছয়জন নিহত হয়েছেন। বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে আরও একজনের মৃত্যু হয়।

এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভে আন্দোলনকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র উদ্ধারে এগিয়ে আসবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে বা সহিংসভাবে হত্যা করে, যা তাদের স্বভাবসিদ্ধ আচরণ, তাহলে যুক্তরাষ্ট্র ভুক্তভোগীদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা ‘লকড অ্যান্ড লোডেড’, প্রস্তুত আছি।

এমন হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। ট্রাম্পকে সরাসরি সতর্ক করে ইরান বলেছে, এ ধরনের কোনো পদক্ষেপ নিলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হবে এবং এতে যুক্তরাষ্ট্রের স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে।

শুক্রবার ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলি লারিজানি এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের জানা উচিত, এই অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার শামিল হবে এবং এতে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে, একই দিনে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি শামখানিও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন।

এর আগে ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লরেস্তান প্রদেশের আজনা শহরে বিক্ষোভে অন্তত তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে রাস্তায় বিভিন্ন বস্তুতে আগুন জ্বলতে দেখা গেছে এবং ‘নির্লজ্জ নির্লজ্জ!’ স্লোগানের মধ্যে গুলির শব্দ শোনা গেছে।

এর আগে ফার্স নিউজ জানিয়েছিল, রাজধানী তেহরান থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণে চাহারমহল ও বখতিয়ারি প্রদেশের লোরদেগান শহরে বিক্ষোভে দুজন নিহত হয়েছেন।

বার্তা সংস্থাটি জানায়, ‘কিছু বিক্ষোভকারী প্রাদেশিক গভর্নরের কার্যালয়, মসজিদ, শহীদ ফাউন্ডেশন, টাউন হল, ব্যাংকসহ শহরের প্রশাসনিক ভবনগুলোতে পাথর ছুড়তে শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।’

বৃহস্পতিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, পশ্চিমাঞ্চলীয় কুহদাশত শহরে বিক্ষোভ চলাকালে গত রাতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। লরেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর সাঈদ পুরালিকে উদ্ধৃত করে চ্যানেলটি জানায়, ‘জনশৃঙ্খলা রক্ষা করার সময় ২১ বছর বয়সী এক বাসিজ সদস্য দাঙ্গাকারীদের হাতে নিহত হয়েছেন।’

উল্লেখ্য, বাসিজ হলো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যুক্ত একটি স্বেচ্ছাসেবী বাহিনী।

মুদ্রার মান পতন এবং দ্রুত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত রোববার থেকে দোকানিদের বিক্ষোভ শুরুর কয়েক দিন পর এই হতাহতের খবর এলো। ইরানের জন্য এই অস্থিরতা এমন এক সংকটময় মুহূর্তে এসেছে, যখন দেশটির অর্থনীতি ৪০ শতাংশ মুদ্রাস্ফীতির কবলে এবং গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির পারমাণবিক অবকাঠামো ও সামরিক নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেহরান থেকে আলজাজিরার প্রতিবেদক তৌহিদ আসাদি জানান, আগের বিক্ষোভগুলোর তুলনায় এবারের বিক্ষোভে সরকার কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে। আসাদি বলেন, ‘সরকার বলছে, তারা মানুষের অর্থনৈতিক কষ্ট লাঘবে সমাধান খুঁজে বের করতে কঠোর পরিশ্রম করছে।’

২০২২ ও ২০২৩ সালে মাশা আমিনির মৃত্যুর পর ইরান সর্বশেষ বড় ধরনের গণবিক্ষোভ দেখেছিল। পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশি হেফাজতে থাকার সময় ২২ বছর বয়সী ওই তরুণীর মৃত্যু হয়েছিল। এবারের প্রতিবাদ তেহরানে শান্তিপূর্ণভাবে শুরু হলেও গত মঙ্গলবার অন্তত ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে যোগ দেওয়ার পর তা আরও ছড়িয়ে পড়ে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভকারীদের ‘যৌক্তিক দাবি’ মেনে নিয়ে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইসলামী দৃষ্টিকোণ থেকে...আমরা যদি জনগণের জীবিকার সমস্যার সমাধান করতে না পারি, তবে আমাদের পরিণতি হবে জাহান্নাম।’

সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বৃহস্পতিবার জানিয়েছেন, কর্তৃপক্ষ ট্রেড ইউনিয়ন এবং ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সংলাপ করবে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে কর্তৃপক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে কঠোর অবস্থানের প্রতিশ্রুতিও দিয়েছে। বুধবার ইরানের প্রসিকিউটর জেনারেল বলেন, ‘অর্থনৈতিক প্রতিবাদকে নিরাপত্তাহীনতা, সরকারি সম্পত্তি ধ্বংস বা বিদেশি নকশা বাস্তবায়নের হাতিয়ার বানানোর যে কোনো প্রচেষ্টাকে আইনি, আনুপাতিক এবং চূড়ান্তভাবে দমন করা হবে।’

এদিকে তাসনিম নিউজ এজেন্সি বুধবার সন্ধ্যায় সাতজনকে গ্রেপ্তারের খবর দিয়েছে, যাদের তারা ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক ইসলামী প্রজাতন্ত্রবিরোধী গোষ্ঠী’র সঙ্গে যুক্ত বলে আখ্যা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

সাবেক ছাত্রদল নেতার ওপর দফায় দফায় হামলার অভিযোগ

জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয়

বিজয়ী হয়ে যা বললেন রিয়াজুল

সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা

এবার সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

গোপালগঞ্জে শতাধিক আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

১০

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

১১

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

১২

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

১৩

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

১৪

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

১৫

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

১৬

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

১৭

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

১৮

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

১৯

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

২০
X