ওয়াহেদুজ্জামান সরকার
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৮ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

গাজায় বর্বরতা ঘিরে অস্থিরতা বাড়ছে বিশ্বে

সমাধান চায় বিশ্ববাসী
গাজায় বর্বরতা ঘিরে অস্থিরতা বাড়ছে বিশ্বে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলাকে কেন্দ্র করে সারা বিশ্বে অস্থিরতা ছড়িয়ে পড়ছে। প্রায় দুই মাস ধরে চলা এ বর্বরতার এখনো কোনো স্থায়ী সমাধান না হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। একে ঘিরে কোথাও কোথাও প্রতিবাদী ফিলিস্তিনি বিক্ষোভকারীর ওপর হামলার ঘটনা ঘটছে। কেউবা নিজের গায়ে আগুন ধরিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদস্বরূপ কেউবা পর্যটকের ওপর হামলা চালাচ্ছেন। এ ধরনের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের কাছে শনিবার পর্যটকদের ওপর হামলা চালান এক ব্যক্তি। হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন সাংবাদিকদের বলেন, হামলার ঘটনার পরপরই ২৬ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি ফরাসি নাগরিক। অন্য একটি হামলার পরিকল্পনার দায়ে এ সন্দেহভাজন ব্যক্তির ২০১৬ সালে চার বছরের কারাদণ্ড হয়েছিল। তিনি ফরাসি নিরাপত্তা সংস্থার নজরদারির তালিকায় (ওয়াচ লিস্ট) ছিলেন। তার মানসিক ব্যাধি থাকার কথাও জানা যায়। শনিবার রাতে আইফেল টাওয়ার থেকে কয়েক ফুট দূরে ওই হামলাকারী ছুরি নিয়ে এক পর্যটক দম্পতির ওপর হামলা করেন। এ হামলায় এক জার্মান পর্যটক নিহত হন। পরে হামলাকারীকে পুলিশ ধাওয়া করে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে হামলাকারী হাতুড়ি নিয়ে দুই ব্যক্তির ওপর হামলা চালান। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্দেহভাজন ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিলেন। তিনি পুলিশকে বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পরিস্থিতি নিয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। আফগানিস্তান ও ফিলিস্তিনে অনেক মুসলমান মারা যাচ্ছেন। এসব বিষয় তিনি মেনে নিতে পারছিলেন না। তাই তিনি এ হামলা চালান। এ ঘটনার পর প্যারিসসহ ফ্রান্সের বড় শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

এর আগের দিন শুক্রবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইসরায়েলি কনস্যুলেটের বাইরে নিজের গায়ে আগুন দেন ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভকারী। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। শুক্রবার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে ইসরায়েলি কনস্যুলেটে যান ওই বিক্ষোভকারী। এরপর তিনি পেট্রোল দিয়ে নিজের গায়েই আগুন ধরিয়ে দেন। আটলান্টার পুলিশপ্রধান ড্যারিন শিয়েরবাউম এক সংবাদ সম্মেলনে বলেন, তারা এখনো ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। তার অবস্থা গুরুতর। তাকে বাঁচাতে গিয়ে এক নিরাপত্তারক্ষীও আহত হন। ঘটনাস্থল থেকে ফিলিস্তিনের একটি পতাকা উদ্ধার করা হয়। তিনি বলেন, আমাদের ধারণা, কনস্যুলেট ভবন এখন নিরাপদ। আমরা এখানে কোনো হুমকি দেখছি না। এটি উগ্র রাজনৈতিক প্রতিবাদমূলক একটি কাজ। দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে ইসরায়েলের কনসাল জেনারেল আনাত সুলতান-দাদন এবিসি নিউজকে বলেন, আমাদের অফিস ভবনের প্রবেশপথে আত্মহননের চেষ্টার ঘটনা জানতে পেরে আমরা দুঃখিত। এমন ভয়াবহভাবে ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করাটা দুঃখজনক। আমরা প্রতিটি জীবনের পবিত্রতা মূল্য দিয়ে থাকি।

কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের বার্লিংটনে ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন কলেজ শিক্ষার্থীকে গুলি করে আহত করা হয়। বার্লিংটন পুলিশ জানায়, পিস্তল নিয়ে এক ব্যক্তি ওই তিন কলেজ শিক্ষার্থীকে গুলি করেন। তারপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কর্তৃপক্ষ বলছে, এ গুলির ঘটনা একটি ঘৃণাপ্রণোদিত অপরাধ হিসেবে সন্দেহ করছেন তদন্তকারীরা। গুলিতে আহত তিন শিক্ষার্থী হলেন হিশাম আওয়ারতানি, কিন্নান আবদেল হামিদ ও তাহসিন আহমেদ। তারা চিকিৎসাধীন। তিনজনের মধ্যে একজনের আঘাত গুরুতর। পুলিশ জানিয়েছে, গুলিতে আহত তিন শিক্ষার্থীর মধ্যে দুজন মার্কিন নাগরিক। অন্যজন যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা। তাদের সবার বয়সই ২০ বছর। পুলিশের তথ্যমতে, হামলাকালে ভুক্তভোগী দুই শিক্ষার্থী সাদা-কালো রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি স্কার্ফ কেফিয়্যাহ পরেছিলেন। ফিলিস্তিনপন্থি অলাভজনক সংস্থা ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং জানিয়েছে, হামলাকালে ভুক্তভোগী শিক্ষার্থীরা আরবি ভাষায় কথা বলছিলেন বলে জানা গেছে। হামলাকারী কোনো কথাবার্তা ছাড়াই তিন শিক্ষার্থীকে নিশানা করে চারটি গুলি করেন। পরে তিনি চিৎকার করতে শুরু করেন। এ ছাড়া শিক্ষার্থীদের হয়রানিও করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পাসেই প্রাণ গ্রুপে চাকরি, পদ ৫০

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনা বহর

কৃষককে কুপিয়ে জখম, আটক ২

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু

সারা শরীরে আঘাতের চিহ্ন, মরদেহ মিলল প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে

সুয়ারেজের দুই পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির রোমাঞ্চকর জয়

গাজায় নতুন ধাপে ‘গণহত্যা’ শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  / ওষুধ-চিকিৎসকের সংকটে ভোগান্তিতে রোগীরা

পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

১০

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান 

১১

সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

১২

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন

১৩

অ্যাপলের আগে সারপ্রাইজ ‍দিল গুগল

১৪

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

১৫

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৭

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

১৮

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯

২১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

২০
X