বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৩:১৭ এএম
আপডেট : ১১ মে ২০২৪, ০৮:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

ইসরায়েলি গায়িকাকে ঘিরে বিক্ষোভে উত্তাল সুইডেন

ইউরোভিশন সং কনটেস্ট
ইসরায়েলি গায়িকাকে ঘিরে বিক্ষোভে উত্তাল সুইডেন

এডেন গোলান নামে এক ইসরায়েলি গায়িকাকে গানের প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়ায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সুইডেন। বৃহস্পতিবার হাজার হাজার মানুষ এর প্রতিবাদে বিক্ষোভে নামে। ‘ইউরোভিশন সং কনটেস্ট’ শীর্ষক ওই প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালের আগে বৃহস্পতিবার ১০ হাজারেরও বেশি মানুষ দেশটির মালমো শহরের রাস্তায় নামে। এ প্রতিবাদে অংশ নেন বিশ্বব্যাপী পরিচিত পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। বিক্ষোভকারীদের দাবি, গণহত্যায় অভিযুক্ত কোনো দেশের প্রতিযোগী এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পারে না। খবর বিবিসির।

পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের নৈতিক দায়বদ্ধতা। ইউরোভিশন সং কনটেস্ট চলাকালে যদি হাজার হাজার মানুষ প্রতিবাদ জানায়, তাহলে তা আয়োজকদের কাছে একটি শক্তিশালী বার্তা দেবে ও পরিবর্তন আনতে বাধ্য করবে। এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিনি চান ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় ইসরায়েলকে অযোগ্য ঘোষণা করা হোক। যেমনটি রাশিয়াকে করা হয়েছিল ইউক্রেনে পুরোদস্তুর রুশ আগ্রাসন শুরুর পর। সুইডিশ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিবাদকারীরা ফিলিস্তিনের পতাকা ও কেফিয়াহ নিয়ে রাস্তায় জড়ো হতে থাকেন। সে সময় তারা ইসরায়েলের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করে ও ফিলিস্তিনি পতাকার রঙের স্মোক ফ্লেম জ্বালায়। প্রতিবাদকারীরা জানিয়েছেন, তারা শনিবার (১১ মে) ফাইনালের আগে আবারও মিছিল করবেন।

জানা গেছে, বুধবার রিহার্সাল করার সময় থেকেই দুয়োধ্বনি শুনে আসছিলেন গোলান। তবে তার বক্তব্য ছিল, তিনি তার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত ও কোনো কিছুই তাকে থামাতে পারবে না। বৃহস্পতিবার বিক্ষোভের পর ‘হারিকেন’ নামক একটি গান গেয়ে প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেন গোলান। জার্মান বার্তাসংস্থা ডয়চে ভেলে জানিয়েছে, গোলানকে তার গানের নামও বদল করতে হয়েছে। প্রথমে তার গানের নাম ছিল ‘অক্টোবর রেইন’।

গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে হামাসের চালানো হামলার সঙ্গে মিল থাকায় গোলানকে তার গানের নাম বদল করতে বলা হয়। গানের এ প্রতিযোগিতার উদ্যোক্তা হলো ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। ইবিইউ জানিয়েছে, ইউরোভিশন হলো অরাজনৈতিক সংগঠন। কিন্তু সমালোচকরা বলেছেন, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ও বেলারুশের প্রতিযোগীদের প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া হয়নি। এ বছরের প্রতিযোগিতায় ফিলিস্তিনি পতাকাও নিষিদ্ধ করা হয়েছে। তাদের প্রশ্ন, রাশিয়া ও বেলারুশ যদি নিষিদ্ধ হতে পারে, তাহলে ইসরায়েল কেন নিষিদ্ধ হতে পারবে না।

এদিকে, বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও বার্তায় গোলানকে শুভকামনা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, সুইডেনে সফলভাবে গানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে ইসরায়েলিদের মন জয় করে নিয়েছেন এ গায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন রশিদ খান

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে আরএফএল গ্রুপে নিয়োগ

বন্যা-নিম্নচাপের আশঙ্কা, বৃষ্টি ও গরম নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ পেল সুপ্রিম কোর্ট

টম ক্রুজের প্রশংসায় পঞ্চমুখ অনিল কাপুর

স্বর্ণের দামে রেকর্ড পরিবর্তন, অবাক ব্যবসায়ীরাও

প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে অংশ নেবেন কর্নেল অলি ও রেদোয়ান আহমেদ

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রামাণ্যচিত্র প্রকাশ

যে কারণে আর পেছনে ফিরে তাকাতে হয়নি নানকের, মিলছে চাঞ্চল্যকর তথ্য

ইউক্রেনের ভয়ে বাড়ি ছাড়লেন শত শত রুশ

১০

এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির: শামীম পাটোয়ারী

১১

ট্রেনে চীন গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম

১২

সম্পর্ক বিচ্ছিন্ন করায় প্রেমিকাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

১৩

দোয়া চেয়ে মেঘমল্লারের পোস্ট, কমেন্ট করলেন হাসনাত

১৪

স্কুল মাঠে মেলার নামে ‘লটারি’ বাণিজ্য, বারান্দায় হচ্ছে অ্যাসেম্বলি

১৫

ব্রাজিল দলে সুযোগ না পাওয়া নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য নেইমারের

১৬

সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না : মেঘমল্লার

১৭

গরমের মধ্যে তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

১৮

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে হাইকোর্টের রায় ঘোষণা শুরু

১৯

জীবিত থাকতে নিজের কবরের জায়গা নির্ধারণ করা কি জায়েজ?

২০
X